গভীর রাতে আমরাই এলাকা থেকে ধরা পড়ল আগ্নেয়াস্ত্র সহ দুই যুবক

দুর্গাপুর দর্পণ, দুর্গাপুর: শনিবার রাতে পশ্চিম বর্ধমান জেলার (Paschim Bardhaman) দুর্গাপুরের আমরাই সংলগ্ন এলাকা থেকে দেশি পাইপগান ও ভোজালি সহ দুই যুবককে গ্রেফতার করেছে পুলিশ। ধৃতদের নাম রাজু শেখ ও সাহেব আনসারী। পুলিশ জানিয়েছে, শনিবার গভীর রাতে এই দুই যুবক আগ্নেয়াস্ত্র, ভোজালি, কিছু রেঞ্জ নিয়ে গাড়ি করে ডাকাতির উদ্দেশ্যে জড়ো হয়েছিল। গোপন সূত্রে খবর পেয়ে পুলিশের টহলদারি গাড়ি হানা দেয়। পুলিশের গাড়ি দেখে পালানোর চেষ্টা করে তারা। দু’জনকেই পাকড়াও করে ফেলে পুলিশ। ধৃত রাজু রানfগঞ্জের এবং সাহেব দুর্গাপুর থানার পাওয়ার হাউস এলাকার বাসিন্দা। বাজেয়াপ্ত করা হয়েছে গাড়িটি। রবিবার ধৃতদের দুর্গাপুর আদালতে পেশ করা হলে বিচারক ৪ দিনের পুলিশে হেফাজতের নির্দেশ দেন।
(BCREC & Group of institutions । পূর্ব ভারতের সেরা শিক্ষা প্রতিষ্ঠান। 933927844, 9832131164, 9932245570, 9434250472)
(বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)।
