বিমানবন্দরে কিকবক্সিং বিশ্বকাপে জোড়া স্বর্ণপদকজয়ী আরাধ্যার সঙ্গে সাক্ষাৎ কেন্দ্রীয় মন্ত্রীর

দুর্গাপুর দর্পণ, দুর্গাপুর: পশ্চিম বর্ধমানের (Paschim Bardhaman) দুর্গাপুরের আরাধ্যা ধীবর মাত্র ৯ বছর বয়সে কিকবক্সিং বিশ্বকাপে জোড়া স্বর্ণপদক জয় করে রেকর্ড গড়েছে। ৭-১২ এপ্রিল পর্যন্ত থাইল্যান্ডের ব্যাঙ্কক শহরের ব্যাঙ্কক ইউথ সেন্টার (থাই জাপান) ইন্ডোর স্টেডিয়ামে কিকবক্সিং বিশ্বকাপ আয়োজিত হয়। সেখানেই জোড়া স্বর্ণ পদক পেয়ে দেশকে গর্বিত করে আরাধ্যা। শুক্রবার অন্ডালের কাজী নজরুল ইসলাম এয়ারপোর্টে সে সাক্ষাৎ করে দেশের কেন্দ্রীয় যুব কল্যাণ ও ক্রীড়া মন্ত্রী মনসুখ মান্ডাভিয়ার সঙ্গে। মন্ত্রী তাকে উৎসাহিত করেন। সহায়তার আশ্বাস দেন।
(The Mission Hospital. দেশের সেরা চতুর্থ হাসপাতাল এখন দুর্গাপুরে। যোগাযোগ- 8687500500)
ওই বিশ্বকাপে আয়োজক দেশ থাইল্যান্ড ছাড়াও ভারত, পাকিস্তান, অস্ট্রেলিয়া, ফ্রান্স, স্পেন, তুরস্ক, ডেনমার্ক, ইসরায়েল, প্যালেস্টাইন, ইরাক, ইরান, আমেরিকা, পর্তুগাল, মরিশাস, মরক্কো, ইউক্রেন, উজবেকিস্তান, জার্মানি, আয়ারল্যান্ড, এস্টোনিয়া, ইরাক, ইরান, চিন সহ মোট ৪০ টি দেশের প্রায় ৯০০ খেলোয়াড় অংশগ্রহণ করে। ভারত থেকে বিশ্বকাপে গিয়েছিল ২২ জন খেলোয়াড়। তাদের মধ্যে অন্যতম ছিল দুর্গাপুরের আরাধ্যা।
পূর্ব ইন্টারন্যাশনাল স্কুলের তৃতীয় শ্রেণীর ছাত্রী আরাধ্যা দেশের একমাত্র খেলোয়াড় হিসেবে চাইল্ড ক্যাটাগরিতে অংশগ্রহণ করে। -৩৬ ও +৩৬ বিভাগে পয়েন্ট ফাইট ইভেন্টে সে দেশের হয়ে প্রতিনিধিত্ব করে জোড়া স্বর্ণ পদক জয় করে। শনিবার ঝাড়খণ্ড সফরে এসেছিলেন দেশের কেন্দ্রীয় যুব কল্যাণ ও ক্রীড়া মন্ত্রী মনসুখ মান্ডাভিয়া। শুক্রবার তিনি অন্ডালের কাজী নজরুল ইসলাম বিমানবন্দর হয়ে দিল্লির উদ্দেশ্যে রওনা হন।
আরাধ্যাকে নিয়ে বিমানবন্দরে যান তার পরিবারের সদস্যরা। মন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ হয় আরাধ্যার। উপস্থিত ছিলেন বিজেপি নেতা সুমন্ত মন্ডল, প্রদীপ মন্ডল, অভিজিৎ দত্ত প্রমুখ। আরাধ্যার মা কাকলি ধীবর বলেন, “অনেক প্রতিবন্ধকতার মধ্য দিয়ে মেয়েকে বিশ্বকাপে পাঠিয়েছিলাম। কেন্দ্রীয় মন্ত্রী সহযোগিতার আশ্বাস দিয়েছেন। আমাদের এবং আরাধ্যার মনোবল বাড়ল।” (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন )