সারভাইকাল ক্যানসার রুখতে জেমুয়া ভাদুবালা বিদ্যাপীঠে ছাত্রীদের ভ্যাকসিন দেওয়া হল

দুর্গাপুর দর্পণ, দুর্গাপুর: সারভাইকাল ক্যানসার বা জরায়ু মুখের ক্যানসারে আক্রান্ত মেয়েদের সংখ্যা লাফিয়ে লাফিয়ে বাড়ছে প্রতি বছর। বিশ্ব স্বাস্থ্য সংস্থার ক্যানসার সংক্রান্ত সমীক্ষায় এই তথ্য উঠে এসেছে। বয়স ১০ পেরোলেই এই রোগ প্রতিহত করার টিকা দেওয়া যায় মেয়েদের। এছাড়া সচেতনতা দরকার। রবিবার পশ্চিম বর্ধমান (Paschim Bardhaman) জেলার দুর্গাপুরের জেমুয়া ভাদুবালা বিদ্যাপীঠে সারভাইকাল ক্যানসার প্রতিরোধে শিবিরের আয়োজন করা হয়।
টিকাকরণের উদ্যোগ নেওয়া হয়। রাইরানী দেবী গার্লস স্কুলের ছাত্রীরাও এসেছিল। দুই স্কুল মিলে মোট ৫০ জন ছাত্রীকে টিকা দেওয়া হয়। জরায়ু মুখের ক্যান্সারের মতো মারণ রোগের বিরুদ্ধে রুখে দাঁড়াতে আর্থিক সহযোগিতা করছে একটি স্বেচ্ছাসেবী সংস্থা। স্কুলের প্রধান শিক্ষক জইনুল হক জানান, ১০-১৪ বছর বয়সী ছাত্রীকে এইচপিভি ভ্যাকসিনের দুটি ডোজ দিতে হয়। এদিন প্রথম ডোজ দেওয়া হয়। ছয় মাস পরে দেওয়া হবে দ্বিতীয় ডোজ। ছাত্রীদের একটি সুস্থ, নিরাপদ ভবিষ্যৎ নিশ্চিত করতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান তিনি।
(The Mission Hospital. দেশের সেরা চতুর্থ হাসপাতাল এখন দুর্গাপুরে। যোগাযোগ- 8687500500)
টিকা দেওয়ার পাশাপাশি ঠাকুরপুকুর ক্যানসার হাসপাতালের চিকিৎসক স্ত্রীরোগ বিশেষজ্ঞ ডা. রাহুল রায় চৌধুরী ছাত্রছাত্রী ও অভিভাবকদের সঙ্গে জরায়ু ক্যান্সারের কারণ, প্রতিরোধের উপায় এবং এইচপিভি ভ্যাকসিনের প্রয়োজনীয়তার দিকগুলি নিয়ে আলোচনা করেন। তিনি বলেন, “জরায়ু ক্যানসারের প্রবণতা কমাতে সচেতনতা তৈরি করাই সবচেয়ে জরুরি।” (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)

