দুর্গাপুর: কাঁকসার রাজবাঁধের জাতীয় সড়ক সার্ভিস রোডে হাঁটু জল। জলের নীচে বড় বড় গর্ত। ঘটছে দুর্ঘটনা। প্রতিবাদে ১৯ নম্বর জাতীয় সড়ক অবরোধ করে শনিবার তৃণমূলের নেতৃত্বে এলাকাবাসী বিক্ষোভ দেখান। অবরোধের জেরে আটকে যায় বহু যানবাহন। এলাকার তৃণমূল নেতা রাজেশ কোনার বলেন, “আমরা একাধিকবার সার্ভিস রোড সংস্কারের জন্য জাতীয় সড়ক কর্তৃপক্ষের কাছে আবেদন করেছি। কিন্তু তাঁরা কোনও কর্ণপাত করেননি। তাই বাধ্য হয়ে অবরোধে নেমেছি। দ্রুত এই রাস্তা সংস্কার করা না হলে আমরা বৃহত্তর আন্দোলনের পথে হাঁটবো।”
(The Mission Hospital. দেশের সেরা চতুর্থ হাসপাতাল এখন দুর্গাপুরে। যোগাযোগ- 8687500500 )
জাতীয় সড়ক কর্তৃপক্ষের ঠিকাদার সৈকত কর বলেন, “আমরা দ্রুত সার্ভিস রোডের জমা জল বের করার ব্যবস্থা করছি। দ্রুত বেহাল সার্ভিস রোড মেরামত করা হবে।” প্রায় আধঘন্টা ধরে অবরোধ চলার পর জাতীয় সড়ক কর্তৃপক্ষের আশ্বাসে অবরোধ ওঠে। (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)।