তিন সপ্তাহ জল সরবরাহ বন্ধ! পানীয় জলের দাবিতে পথ অবরোধ আসানসোলে

দুর্গাপুর দর্পণ, আসানসোল: পশ্চিম বর্ধমানের (Paschim Bardhaman) আসানসোল কর্পোরেশনের ৩ নম্বর ওয়ার্ডের কয়েকশো বাসিন্দা বুধবার সকালে ঘন্টাখানেক পথ অবরোধ করে পানীয় জলের দাবিতে বিক্ষোভ দেখান। গাছের ডাল, পুলিশের পরিত্যক্ত ব্যারিকেড ও জলের পাত্র রাস্তার মাঝে ফেলে অবরোধ করেন তাঁরা। অভিযোগ, প্রায় তিন সপ্তাহ ধরে এলাকার পানীয় জলের কলগুলিতে জল আসছে না। ট্যাঙ্কার পরিষেবাও অনিয়মিত, ফলে বাসিন্দাদের কুয়োর জল খেতে বাধ্য হতে হচ্ছে। এর জেরে অনেকে পেটের অসুখে ভুগছেন বলেও অভিযোগ।
(Dvita Eye Care। কলকাতার বাইরে সেরা চোখের হাসপাতাল। যোগাযোগ- 0343-6661111)
বিক্ষোভকারীদের দাবি, অবিলম্বে পর্যাপ্ত পানীয় জল সরবরাহ নিশ্চিত করতে হবে এবং ট্যাঙ্কারের সংখ্যা বাড়িয়ে নিয়মিত জল সরবরাহ চালু করতে হবে। পরে পুলিশ প্রশাসন পুর নিগম ও জল দফতরের সঙ্গে কথা বলে দ্রুত সমস্যার সমাধানের আশ্বাস দিলে অবরোধ ওঠে। তবে এর ফলে জামুরিয়া-রানীগঞ্জ রাস্তায় দীর্ঘক্ষণ যানজটের পরিস্থিতি তৈরি হয়। (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)
