দুর্গাপুর দর্পণ ডেস্ক, ৮ আগস্ট ২০২৪: বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান হলেন ‘পশ্চিমবঙ্গের জামাই’! নোবেলজয়ী অর্থনীতিবিদ অধ্যাপক ড. মহম্মদ ইউনুসকে (Muhammad Yunus) প্রধান করে অন্তর্বর্তীকালীন সরকার গঠনে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন প্রস্তাব দেয়। বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান তা মেনে নেন। তিনি জানান, ইউনুসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকারের সদস্য সংখ্যা ১৫ জন হতে পারে। আজ রাত ৮টা নাগাদ তাঁর শপথ নেওয়ার কথা।
(Dvita Eye Care। কলকাতার বাইরে সেরা চোখের হাসপাতাল। যোগাযোগ- 0343-6661111)
বর্ধমানের লস্করদিঘি এলাকায় এখন খুশির হাওয়া। তাঁর শ্যালক আসফাক হোসেন নিশ্চিত, জামাইবাবু বাংলাদেশে ঠিক শান্তি ফিরিয়ে আনবেন। জামাইবাবুকে প্রশংসায় ভরিয়ে দিয়ে আসফাক হোসেন জানান, ২০০৬ সালে নোবেল পুরস্কার পাওয়ার পরে একবারই স্ত্রী আফরোজকে নিয়ে শ্বশুরবাড়ি এসেছিলেন ইউনুস। ঢাকায় গুলশানে ইউনুসের বাড়ি। আসফাকের সেখানে যাতায়াত রয়েছে। তিনি জানান, ইউনুস মাটির মানুষ। অতি সাধারণ জীবনযাপন করেন। বাংলাদেশের অন্তর্বতী সরকারের প্রধান হিসাবে তিনি ভারতের সঙ্গে সুসম্পর্ক গড়ে তুলতে পারবেন বলেও আশা আসফাকের। (বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)।
#Bangladesh #Bangladesh Crisis #Muhammad Yunus