![puri](https://i0.wp.com/durgapur24x7.com/wp-content/uploads/2023/08/puri.jpeg?fit=925%2C455&ssl=1)
দুর্গাপুর দর্পণ ডেস্ক, ২ জানুয়ারি ২০২৪: পুরীর জগন্নাথ মন্দিরে যাওয়ার আগে জেনে নিন, কী পোশাক পরে যাবেন। তা নাহলে কিন্তু বিপাকে পড়তে পারেন। এখন থেকে নির্দিষ্ট ড্রেস কোড মেনে পোশাক না পরে গেলে জগন্নাথ দর্শনের সুযোগ আর মিলবে না। শরীর ঢাকা পোশাক পরে তবেই মন্দিরে ঢোকা যাবে।
জানা গিয়েছে, পান বা গুটখা মুখে নিয়ে মন্দিরে ঢোকা যাবে না। ছেঁড়া জিন্স, হাতাকাটা জামা, স্কার্ট অথবা হাফ প্যান্টের মতো পোশাক পরে যাওয়া যাবে না। মন্দির কমিটির মতে, ধর্মীয় ভাবাবেগে আঘাত করে, এমন পোশাক পরা নিষিদ্ধ মন্দিরে। মন্দির কর্তৃপক্ষের বক্তব্য, মন্দিরের পবিত্রতা বজায় রাখা সবার কর্তব্য। কারণ, মন্দির দেবস্থান, কোনও বিনোদনের জায়গা নয়। (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)।
WhatsApp Group
Join Now