দুর্গাপুর: প্রাকৃতিক বিপর্যয়ে মাটির বাড়ি ধসে গিয়েছিল। পথে বসেছিলেন বিধবা মহিলা। তাঁর পাশে দাঁড়াল দুর্গাপুর মহকুমা তপশিলি জাতি, উপজাতি ও অনগ্রসর মহিলা সমিতি। প্রায় ৭৫ হাজার টাকা ব্যয় করে পাকা বাড়ি তৈরি করে দিল সমিতি। রবিবার দুর্গাপুরের ডিএসপি টাউনশিপের নাগার্জুন বস্তি এলাকায় সেই বাড়ি তুলে দেওয়া হল বিধবা মহিলা মিনু বাউড়ির হাতে। উপস্থিত ছিলেন মন্ত্রী প্রদীপ মজুমদার, পুর প্রশাসকমণ্ডলীর চেয়ারপার্সেন অনিন্দিতা মুখোপাধ্যায়, তৃণমূল নেতা নিখিল নায়েক প্রমুখ।
(The Mission Hospital. দেশের সেরা চতুর্থ হাসপাতাল এখন দুর্গাপুরে। যোগাযোগ- 8687500500 )
নিখিল নায়েক জানান, তিনি এই এলাকায় এসে বিষয়টি জানতে পারেন। এরপরেই সমিতির তরফে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হয়। সমিতির তরফে বৃক্ষরোপণ সহ নানা সামাজিক কাজ করা হয়ে থাকে। সেভাবেই এই মহিলাকে বাড়ি তৈরি করে দেওয়া হল। এছাড়া কমলপুরে ২টি ও রঘুনাথপুরে ১টি এমন বাড়ি তৈরি করে দেওয়া হয়েছে। এখন পর্যন্ত প্রায় ২০ হাজার গাছ লাগানো হয়েছে। তিনি জানান, কমলপুর রোডে যে গাছগুলি লাগানো হয়েছে সেগুলিতে ফল ধরছে। এদিন ঘর পেয়ে খুব খুশী মিনু বাউড়ি। (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)।