দুর্গাপুর দর্পণ, দুর্গাপুর, ১৯ মার্চ ২০২৪: পশ্চিম বর্ধমান (Paschim Bardhaman) জেলার দুর্গাপুরে মত্ত মিনিবাস চালকের বেপরোয়া গতির বলি পরিচারিকা। কাজ সেরে বাড়ি ফেরার পথে মর্মান্তিক দুর্ঘটনায় শিকার সালমা বিবি (৫০)। দুর্গাপুরের প্রান্তিকা বস্তির বাসিন্দা। তাঁকে ধাক্কা মেরে মিনিবাসটি ঢুকে যায় একটি বাড়িতে। ব্যাপক উত্তেজনা দুর্গাপুর থানার আকবর রোডে।
প্রত্যক্ষদর্শীদের অভিযোগ, সালমা বিবি আকবর রোডের একটি বাড়ি থেকে পরিচারিকার কাজ সেরে পায়ে হেঁটে বাড়ি ফিরছিলেন। তখনই বেপরোয়া গতিতে বেনাচিতি-দুর্গাপুর রুটের একটি ফাঁকা মিনিবাস প্রান্তিকার দিকে যাওয়ার সময় একটি স্কুটিকে ওভারটেক করতে গিয়ে সালমা বিবিকে ধাক্কা মারে। তারপরেই নিয়ন্ত্রণ হারিয়ে মিনিবাসটি ঢুকে যায় একটি বাড়িতে। চালক উত্তম দত্তকে আটক করেছে পুলিশ।
(Dvita Eye Care। কলকাতার বাইরে সেরা চোখের হাসপাতাল। যোগাযোগ- 0343-6661111)
আশঙ্কাজনক অবস্থায় সালমা বিবিকে দুর্গাপুর মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। স্কুটির দুই আরোহী জখম হয়ে হাসপাতালে ভর্তি রয়েছেন। দুর্ঘটনার পরে উত্তেজিত জনতা পথ অবরোধ করে শুরু করে বিক্ষোভ দেখান। ঘটনাস্থলে পৌঁছায় দুর্গাপুর থানার বিশাল পুলিশ বাহিনী।
স্থানীয় বাসিন্দা অমর্ত্য অধিকারী অভিযোগ করেন, শহরের অতি গুরুত্বপূর্ণ রাস্তা আকবর রোড। সেই রাস্তায় প্রতিনিয়ত বেপরোয়া গতিতে যাতায়াত করে একের পর এক মিনিবাস থেকে ছোট গাড়ি। ট্রাফিকের নজরদারির অভাবেই এই ধরনের ঘটনা ঘটছে বলে অভিযোগ তোলেন। (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)।