Women Harassment : দুর্গাপুরে ‘কুপ্রস্তাব’ দেওয়া তৃণমূল নেতাদের বিরুদ্ধে অভিযোগ দায়ের করতে মহিলাদের সাহায্য করল পুলিশ

WhatsApp Group Join Now
Instagram Group Join Now

দুর্গাপুর দর্পণ, ২২ জুন ২০২৪: প্রশাসনকে সঙ্গে নিয়ে তৃণমূল নেতাদের বেআইনি মদের ঠেক বন্ধ করে দিয়েছিলেন এক মহিলা। লোকসভা নির্বাচনের ফল প্রকাশের পরে সেই মহিলার স্বামীর ঠিকাদারের কাজ চলে যায়। কাজ ফিরে পাওয়ার দাবি জানালে মহিলাকে তৃণমূল নেতারা রাতে বিছানায় যাওয়ার প্রস্তাব দেয়। মহিলা রাজি না হওয়ায় শুরু হয় হুমকি দেওয়া। চাপ সহ্য করতে না পেরে তিনি শুক্রবার দুপুরে গলায় ফাঁস দিয়ে আত্মঘাতী হওয়ার চেষ্টা করেন। এমন ভয়াবহ অভিযোগ ঘিরে তোলপাড় পশ্চিম বর্ধমান জেলার (Paschim Bardhaman) দুর্গাপুর।

পশ্চিম বর্ধমান জেলার (Paschim Bardhaman) দুর্গাপুরের নিউ টাউনশিপ থানার নবীন পল্লির ঘটনা। সেখানকার বাসিন্দা রিঙ্কু অঙ্কুর নামের ওই মহিলা সুইসাইড নোট লিখে আত্মঘাতী হওয়ার চেষ্টা করেন। তাঁকে উদ্ধার করে প্রথমে দুর্গাপুর মহকুমা হাসপাতালে পাঠানো হয়। পরে সেখান থেকে রেফার করা হয় বাঁকুড়া মেডিক্যাল কলেজ হাসপাতালে। তাঁর স্বামী বাপি ইন্দোআমেরিকান মোড়ের একটি বেসরকারি স্পঞ্জ আয়রন কারখানার ঠিকাদার ছিলেন। তাঁর কাজ চলে যাওয়ায় দুই মেয়েকে নিয়ে বিপাকে পড়ে যান রিঙুক। শেষ পর্যন্ত আত্মহত্যার পথ বেছে নেন।

( রাজেন্দ্র একাডেমি ফর টিচার্স এডুকেশন। NAAC স্বীকৃত শিক্ষক প্রশিক্ষণের সেরা প্রতিষ্ঠান। যোগাযোগ- 8170031466)

স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, লোকসভা নির্বাচনের আগে রিঙ্কু এলাকায় সুকুমার বাউরি, বিল্লি, বিশু সহ অন্য তৃণমূল নেতাদের অবৈধ মদের কারবারের বিরুদ্ধে প্রতিবাদ করেছিলেন। নির্বাচনে জিতে যেতেই এলাকায় মারধর এবং অত্যাচার শুরু করে তারা। রিঙ্কুর স্বামীকে ঠিকাদারির কাজ থেকে সরিয়ে দেওয়া হয়। কাজে ফিরিয়ে দেওয়ার দাবি তুললে রিঙ্কুকে ওদের সাথে রাত কাটাতে হবে বলে কুপ্রস্তাব দেওয়া হয়। তারপরেই শুক্রবার আত্মঘাতী হওয়ার চেষ্টা করে রিঙ্কু।

এই ঘটনায় শনিবার অভিযুক্তদের শাস্তির দাবি জানিয়ে প্ল্যাকার্ড নিয়ে নিউ টাউনশিপ থানা ঘেরাও করেন এলাকার মহিলারা। থানায় লিখিত অভিযোগ দায়ের হয় সুকুমার বাউরি, বিল্লি, বিশ্ব মন্ডল, বাদল ভুঁড়ি নামের তৃণমূল কর্মীদের নামে। এর আগে সকালে নবীন পল্লীতে অভিযোগকারী ও অভিযুক্তদের মধ্যে বচসা হয়। পুলিশ গিয়ে পরিস্থিতি সামাল দেয়। মহিলাদের অভিযোগ, থানায় অভিযোগ জানাতে বাধা দেওয়া হয়। শেষ পর্যন্ত পুলিশের সহযোগিতায় রিঙ্কুর পরিবার লিখিত অভিযোগ দায়ের করতে সমর্থ হয়। যদিও পুরো ঘটনার পিছনে বিজেপি ও বিরোধীদের ইন্ধন রয়েছে বলে দাবি জেলা তৃণমূল নেতৃত্বের। ভিত্তিহীন অভিযোগ পাল্টা দাবি বিজেপি নেতৃত্বের। পুলিশ তদন্ত শুরু করেছে। গোটা ঘটনায় উত্তেজনা রয়েছে নবীন পল্লী এলাকায়। (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!