DSP Accident: ফের দুর্ঘটনা ডিএসপিতে, মৃত বাচিক শিল্পী
দুর্গাপুর দর্পণ, ৮ জুন ২০২৪: পশ্চিম বর্ধমান (Paschim Bardhaman) জেলার দুর্গাপুর ইস্পাত কারখানায় (DSP) ভোরে একটি দুর্ঘটনা ঘটেছে। মৃত্যু হয়েছে ‘র মেটিরিয়াল হ্যান্ডেলিং প্ল্যান্টে’র কর্মী তথা বাচিক শিল্পী অমিত চ্যাটার্জীর (৫৫)। দুর্ঘটনার পরে তাঁকে উদ্ধার করে প্রথমে প্ল্যান্ট মেডিকেলে নিয়ে যাওয়া হয়। এরপর সরাসরি সেখান থেকে গান্ধী মোড়ের একটি বেসরকারি হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। দুর্গাপুরের সাংস্কৃতিক জগতের সঙ্গে তিনি ঘনিষ্ঠভাবে যুক্ত ছিলেন।
(The Mission Hospital. দেশের সেরা চতুর্থ হাসপাতাল এখন দুর্গাপুরে। যোগাযোগ- 8687500500 )
(বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)।