খনিতে জল ঢুকে মৃত্যু শ্রমিকের, গাফিলতির অভিযোগ

খনিতে জল ঢুকে মৃত্যু শ্রমিকের, গাফিলতির অভিযোগ
WhatsApp Group Join Now
Instagram Group Join Now
দুর্গাপুর দর্পণ, দুর্গাপুর: পশ্চিম বর্ধমান (Paschim Bardhaman) জেলার বাঁকোলার শ্যামসুন্দরপুর কোলিয়ারিতে ভোরবেলায় বড় দুর্ঘটনা। ইসিএল-এর অন্তর্গত ওই কোলিয়ারির ১৬ নম্বর ফেসের ১৯ নম্বর লেভেলে দেওয়ালে হোল করার সময় ভেঙে পড়ে পাশের স্টপিং দেওয়াল। হঠাৎ তীব্র জলের স্রোতে ভেসে যান পাঁচজন শ্রমিক। এদের মধ্যে মৃত্যু হয় বিবেক কুমার মাঝি নামে এক কর্মীর। অন্য চারজনকে উদ্ধার করা হয়েছে।

কোলিয়ারি সূত্রে জানা যায়, দুর্ঘটনার সময় গেনওয়েল নামের একটি বেসরকারি সংস্থার মোট ৯ জন কর্মী সেখানে কাজ করছিলেন। খবর পেয়ে দ্রুত পৌঁছায় খনি আধিকারিক ও উদ্ধারকারী দল। সহকর্মী ও শ্রমিক সংগঠনের নেতারাও ঘটনাস্থলে আসেন।

(Dvita Eye Care। কলকাতার বাইরে সেরা চোখের হাসপাতাল। যোগাযোগ- 0343-6661111)

 

Highlight
খনিতে জল ঢুকে মৃত্যু শ্রমিকের, গাফিলতির অভিযোগ
News
খনিতে জল ঢুকে মৃত্যু শ্রমিকের, গাফিলতির অভিযোগ
:
কোলিয়ারির ১৬ নম্বর ফেসের ১৯ নম্বর লেভেলে দেওয়ালে হোল করার সময় ভেঙে পড়ে পাশের স্টপিং দেওয়াল। হঠাৎ তীব্র জলের স্রোতে ভেসে যান পাঁচজন শ্রমিক। এদের মধ্যে মৃত্যু হয় বিবেক কুমার মাঝি নামে এক কর্মীর। অন্য চারজনকে উদ্ধার করা হয়েছে।
Published By
error: Content is protected !!