World Music Day 2024: বিশ্ব সঙ্গীত দিবস মহা সমারোহে পালিত হল দুর্গাপুরে
দুর্গাপুর দর্পণ, ২২ জুন ২০২৪: শুক্রবার বিশ্বসঙ্গীত দিবস উদযাপন করা হল পশ্চিম বর্ধমান জেলার (Paschim Bardhaman) দুর্গাপুরে। দুর্গাপুর কালচারাল সোসাইটির উদ্যোগে এদিন সন্ধ্যায় দিনটি উপলক্ষ্যে চিত্তাকর্ষক সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয় সিটি সেন্টারের সৃজনী প্রেক্ষাগৃহে। সহযোগী উপস্থাপক সংস্থা হিসাবে ছিল বীণা ক্যাসেট, ইস্পাত এর সুর এবং দুর্গাপুর সঙ্গীত শিল্পী সমন্বয়।
মঙ্গলপ্রদীপ প্রজ্জলনের মাধ্যমে অনুষ্ঠানের শুভ সূচনা করেন রবীন্দ্রসঙ্গীত শিল্পী বুদ্ধদেব সেনগুপ্ত ও অন্যান্যরা। এর পরে পার্থ প্রতীম রায়ের পরিচালনায় ইস্পাতের সুর মিউজিক্যাল গ্রুপের চিত্তাকর্ষক যন্ত্রানুসঙ্গ সহযোগিতায় বিভিন্ন আঙ্গিকের এবং নানা স্বাদের সঙ্গীত পরিবেশন করেন প্রণব মুখোপাধ্যায়, সৌমী বন্দ্যোপাধ্যায়, পঙ্কজ শ্রীবাস্তব, অমিতাভ দে, শ্রাবয়িতা দে দাস, দেবাশিস চৌধুরী, অর্ণব চট্টোপাধ্যায়, জনি, প্রিয়াঙ্কা, সম্পদ মুখোপাধ্যায়, স্মিতা মজুমদার প্রমুখ শিল্পীরা।
( BCREC & Group of institutions । পূর্ব ভারতের সেরা শিক্ষা প্রতিষ্ঠান। 933927844, 9832131164, 9932245570, 9434250472)
এছাড়াও ছিল সম্মেলক সঙ্গীত, সম্মেলক যন্ত্রসঙ্গীত, যোগাসন এবং নৃত্যের অনুষ্ঠানও। অনুষ্ঠানে অতিথি হিসাবে উপস্থিত ছিলেন দুর্গাপুর ইস্পাত কারখানা এবং ইস্কো বার্নপুরের ডিরেক্টর-ইন-চার্জ সহ বহু বিশিষ্টরা। অনুষ্ঠান সঞ্চালনার দায়িত্বে ছিলেন কিংশুক গুপ্ত। (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)।