দামোদরে স্নানে নেমে তলিয়ে গেল যুবক
দুর্গাপুর: রণডিহায় দামোদরে স্নান করতে নেমে তলিয়ে গেল যুবক। জেলেদের তৎপরতায় ঘন্টা দুয়েক পর উদ্ধার হয় দেহ। তার নাম ধর্মেশ খারকবাস (২২)। বুদবুদের বাসিন্দা। পুলিশ সূত্রে জানা গেছে, বুদবুদের চার যুবক রণডিহা ঘুরতে যায়। সেখানে খাওয়া-দাওয়ার পর দামোদরের জলে স্নানে নামে।
সাঁতার না জানায় নিয়ন্ত্রণ হারিয়ে দামোদরের জলে তলিয়ে যেতে থাকে ধর্মেশ। অন্য বন্ধুরা বাঁচানোর চেষ্টা করলেও ব্যর্থ হয়। বন্ধুদের চিৎকারে শুনে ছুটে আসে স্থানীয়রা। পৌছায় বুদবুদ থানার পুলিশ। জেলেরা জলে নেমে খোঁজ চালায় যুবকের। প্রায় দু’ঘণ্টা পর উদ্ধার হয় যুবকের নিথর দেহ। পুলিশ দেহ ময়নাতদন্তের জন্য দুর্গাপুর মহকুমা হাসপাতালে পাঠায়।


