দণ্ডি কেটে ২০৫০ কিমি পথ পাড়ি দিয়ে আদি যোগীর মন্দিরে যাচ্ছে দুর্গাপুরের যুবক

দণ্ডি কেটে ২০৫০ কিমি পথ পাড়ি দিয়ে আদি যোগীর মন্দিরে যাচ্ছে দুর্গাপুরের যুবক
WhatsApp Group Join Now
Instagram Group Join Now

দুর্গাপুর দর্পণ, দুর্গাপুর: পশ্চিম বর্ধমান (Paschim Bardhaman) জেলার দুর্গাপুরের নডিহার নারায়ণপুরের ১৯ বছরের শিবা আঁকুড়ে। শ্রাবণের প্রথম দিনে সে বেরিয়ে পড়েছে বাড়ি থেকে। দণ্ডি কেটে আদি যোগী ধামে যাবে বলে বেরিয়েছে সে। দূরত্ব প্রায় ২০৫০ কিমি। গুগল ম্যাপে সে রুট দেখে বেরিয়ে পড়েছে। কতদিন লাগবে সে জানে না। তার কথায়, দুই তিন বছর লাগতে পারে! 

শিবার মা রীনা আঁকুড়ে বলেন, ছেলে প্রথম যখন বলে আমরা দুশ্চিন্তায় পড়ে যাই। আমাদের মত ছিল না। কিন্তু ভোলেবাবা ওকে ডাক দিয়েছেন। ছেলেও জেদ ধরে আছে। শেষ পর্যন্ত বেরিয়ে পড়ল। সবার কাছে আমার আবেদন, রাস্তাঘাটে যতটুকু যা পারবেন সবাই ছেলেকে সাহায্য করুন যাতে ও বাবার স্থানে যেতে পারে এবং আবার মায়ের কাছে ফিরে আসে। ঠাকুমা কল্পনা আঁকুড়ে বলেন, সমগ্র মানব জাতির কল্যাণ কামনায় নাতি এভাবে আদি যোগীর কাছে যাওয়ার এই কঠিন সংকল্প নিয়েছে।

(BCREC & Group of institutions । পূর্ব ভারতের সেরা শিক্ষা প্রতিষ্ঠান। 933927844, 9832131164, 9932245570, 9434250472) 

কিছুদিন আগে উত্তর ২৪ পরগনার বাদুড়িয়ার শম্ভু কাহারকে দেখা গিয়েছিল দণ্ডি কেটে কেদারনাথের উদ্দেশ্যে রওনা দিতে। এবার দুর্গাপুরের যুবককে দেখা গেল একইভাবে দন্ডি কেটে কর্ণাটকের আদি যোগী শিব মন্দিরের উদ্দেশ্যে যেতে। শিবা বলে, দেবাদিদেবের কাছে দণ্ডি কেটে যাওয়ার ব্রত গ্রহণ করেছি। একাই যাচ্ছি। রাতে রাস্তার ধারের কোনও মন্দিরে থাকব। আবার পরদিন সকালে বেরিয়ে পড়ব। (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)

Highlight
দন্ডি কেটে ২০৫০ কিমি পথ পাড়ি দিয়ে আদি যোগীর মন্দিরে যাচ্ছে দুর্গাপুরের যুবক
News
দন্ডি কেটে ২০৫০ কিমি পথ পাড়ি দিয়ে আদি যোগীর মন্দিরে যাচ্ছে দুর্গাপুরের যুবক
:
সবার কাছে আমার আবেদন, রাস্তাঘাটে যতটুকু যা পারবেন সবাই ছেলেকে সাহায্য করুন যাতে ও বাবার স্থানে যেতে পারে এবং আবার মায়ের কাছে ফিরে আসে।
Published By
Durgapur Darpan
error: Content is protected !!