খাদ্যসামগ্রী দিয়ে দীঘার জগন্নাথ মন্দিরের রেপ্লিকা বানিয়ে নজর কাড়ল দুর্গাপুরের যুবক

দুর্গাপুর দর্পণ, দুর্গাপুর: বিস্কুট, কাজু, কিসমিস দিয়ে দীঘার নবনির্মিত জগন্নাথ মন্দিরের রেপ্লিকা বানালো পশ্চিম বর্ধমানের (Paschim Bardhaman) দুর্গাপুরের যুবক। ছোটন ঘোষ ও তার সহকর্মীরা ৩ ফুট বাই ৪ ফুটের রেপ্লিকাটি বানিয়েছেন। বুধবার অক্ষয় তৃতীয়ার দিন দীঘায় উদ্বোধন হবে নবনির্মিত জগন্নাথ মন্দিরের। উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রীকে এই রেপ্লিকা দেখাতে পারলে খুশী হবেন বলে জানিয়েছেন ছোটন।
(Dvita Eye Care। কলকাতার বাইরে সেরা চোখের হাসপাতাল। যোগাযোগ- 0343-6661111)
অন্ডালের দুবচুরিয়ার বাসিন্দা ছোটন ঘোষ, গোপীনাথ ধীবর ও তাদের সহ শিল্পীরা বিভিন্ন উপকরণ দিয়ে তৈরি করেছেন নবনির্মিত মন্দিরের প্রতিকৃতি। ব্যবহার করা হয়েছে কাজু, কিসমিস, পাঁপড়, বিস্কুট, লেজ, কুরকুরের মত খাবারের উপকরণ । দশ দিন সময় লেগেছে মন্দিরের প্রতিকৃতিটা তৈরি করতে । তবে এটাই প্রথম নয়। এর আগে ছোটন ঘোষ, গোপীনাথ ধীবররা ১০ জন সওয়ারি চাপার উপযোগী ব্যাটারি চালিত সাইকেল, চন্দ্রযান, যাত্রী বহনকারী ড্রোন প্রভৃতি তৈরি করে তাক লাগিয়েছেন। ছোটন বলেন, “দীঘার জগন্নাথদেবের মন্দির এর এই প্রতিকৃতি যাঁরাই দেখছেন, প্রশংসা করছেন। তবে মুখ্যমন্ত্রী এই প্রতিকৃতিটি দেখলে আমাদের পরিশ্রম সার্থক হবে।” (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)

