দুর্গাপুর: মোবাইল টাওয়ার বসিয়ে দেওয়ার নাম করে কোটি কোটি টাকা প্রতারণা! মহারাষ্ট্র পুলিশের হাতে গ্রেফতার ফরিদপুর (লাউদোহা) থানার বড়গড়িয়ার যুবক। মহারাষ্ট্রের বিভিন্ন প্রান্তে মোবাইল টাওয়ার বসিয়ে দেওয়ার নাম করে মোট ১৬ কোটি টাকা হাতানোর অভিযোগ ওই যুবক ও তার সঙ্গীদের বিরুদ্ধে। মহারাষ্ট্রের শিওনি সহ বিভিন্ন থানায় প্রতারণার অভিযোগ দায়ের হয়েছে।
(BCREC & Group of institutions । পূর্ব ভারতের সেরা শিক্ষা প্রতিষ্ঠান। 933927844, 9832131164, 9932245570, 9434250472)
তদন্তে নেমে শনিবার রাতে ফরিদপুর থানার পুলিশকে সঙ্গে নিয়ে বড়গড়িয়ায় হানা দেয় মহারাষ্ট্র পুলিশ। বাড়ি থেকে প্রণবানন্দ মন্ডলকে গ্রেফতার করা হয়। রবিবার দুর্গাপুর আদালতে তোলা হলে বিচারক তিন দিনের ট্রানজিট রিমান্ডের নির্দেশ দেন। মহারাষ্ট্র পুলিশ সূত্রে খবর, প্রণব আনন্দ মণ্ডল ও আরও কয়েকজন যুবক কলকাতাতে বসে এই চক্র চালাত। তাকে জেরা করে বাকিদের খোঁজ করবে মহারাষ্ট্র পুলিশ। (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)।