দুর্গা মূর্তির মুখমন্ডল চুরির অভিযোগে যুবককে বেঁধে মারধর আসানসোলে

দুর্গা মূর্তির মুখমন্ডল চুরির অভিযোগে যুবককে বেঁধে মারধর আসানসোলে
WhatsApp Group Join Now
Instagram Group Join Now

ডেলিভারির আগের দিন মূর্তির মুখমন্ডল চুরি

দুর্গাপুর দর্পণ, আসানসোল: দুর্গামূর্তির মুখমন্ডল চুরি করে নিয়ে যাওয়ার অভিযোগে শুক্রবার সকালে পশ্চিম বর্ধমানের (Paschim Bardhaman) আসানসোলের মহিশিলা পালপাড়ায় এক যুবককে দড়ি দিয়ে বেঁধে মারধর করা হয়। পুলিশ এসে জশিডির বাসিন্দা ওই যুবককে উদ্ধার করে থানায় নিয়ে যায়। মৃৎশিল্পী বাপি পালের মূর্তি তৈরির কারখানায় থাকা দুটি বিশেষ ধরণের দুর্গা প্রতিমার মুখমন্ডল চুরি যায় শুক্রবার রাতে।

বাপির দাবি, মুখমন্ডলদুটি উদ্ধার হয় আর এক মৃৎশিল্পী ভৈরব পালের এক কারিগরের ঘর থেকে। ওই মৃৎশিল্পী তাঁকে বিপাকে ফেলতে ডেলিভারি দেওয়ার আগের দিন মুখমন্ডল দুটি চুরি করিয়েছে ওই কারিগরকে দিয়ে। তাছাড়া বিশেষ ধরণের দুর্গা প্রতিমার ওই মুখমন্ডল এলাকায় আর কোনও মৃৎশিল্পীর কাছে নেই। তাঁর মূর্তির মুখমন্ডল চুরি করে তা নকল করে ছাঁচ বানিয়ে ফেলার পরিকল্পনা রয়েছে ওই মৃৎশিল্পীর। ভৈরববাবু তাঁর বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করেছেন।

(The Mission Hospital. দেশের সেরা চতুর্থ হাসপাতাল এখন দুর্গাপুরে। যোগাযোগ- 8687500500)

শুক্রবার সকালে মুখ চুরির খবর পেয়ে বাপির লোকজন ওই কারিগরের ঘরে চড়াও হয়ে মুখমন্ডলদুটি উদ্ধার করে আনে। একই সঙ্গে বিহারের বাসিন্দা ওই কারিগর যুবককে ধরে এনে দড়ি দিয়ে বেঁধে মারধর শুরু করে। পুলিশ এসে তাকে উদ্ধার করে নিয়ে যায়। বাপির বক্তব্য, ওই মৃৎশিল্পীর শাস্তি চাই। আসানসোল দক্ষিণ থানার পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। আপাতত পুলিশ ওই যুবককে আটক করে জিজ্ঞাসাবাদ করছে। (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)

Highlight
দুর্গামূর্তির মুখ চুরির অভিযোগে যুবককে বেঁধে মারধর আসানসোলে
News
দুর্গামূর্তির মুখ চুরির অভিযোগে যুবককে বেঁধে মারধর আসানসোলে
:
শুক্রবার সকালে মুখ চুরির খবর পেয়ে বাপির লোকজন ওই কারিগরের ঘরে চড়াও হয়ে মুখদুটি উদ্ধার করে আনে। একই সঙ্গে বিহারের বাসিন্দা ওই কারিগর যুবককে ধরে এনে দড়ি দিয়ে বেঁধে মারধর শুরু করে।
Published By
error: Content is protected !!