দুর্গাপুরে চাঞ্চল্য: অমরাবতীতে ঝুলন্ত দেহ উদ্ধার, নেপথ্যে ত্রিকোণ প্রেম!

প্রেমিকার আত্মীয়ের বাড়িতে ব্যাপক ভাঙচুর
দুর্গাপুর দর্পণ, দুর্গাপুর: ঝুলন্ত দেহ উদ্ধার যুবকের। নেপথ্যে ত্রিকোণ প্রেম, এমনটাই প্রাথমিক ভাবে জানা গিয়েছে। পশ্চিম বর্ধমানের (Paschim Bardhaman) দুর্গাপুরের অমরাবতীর ভ্যাম্বে কলোনির ঘটনা। চরম চাঞ্চল্য এলাকায়। মৃতের নাম ভৈরব ক্ষেত্রপাল (২৩)। পুলিশ দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য দুর্গাপুর মহকুমা হাসপাতালে পাঠিয়েছে।
(Dvita Eye Care। কলকাতার বাইরে সেরা চোখের হাসপাতাল। যোগাযোগ- 0343-6661111)
তিন দিন ধরে নিখোঁজ ছিল ওই যুবক। রবিবার সকালে যুবকের ঝুলন্ত দেহ উদ্ধার হয়েছে তার বাড়ির পিছন থেকে। অভিযোগ, ঘটনার নেপথ্যে রয়েছে ত্রিকোণ প্রেম। মৃতের পরিবার ব্যাপক ভাঙচুর চালায় প্রেমিকার এক আত্মীয়ের অমরাবতী ডিফেন্স কলোনির বাড়িতে। নিউ টাউনশিপ থানার বিশাল পুলিশ বাহিনী আসে। আসে কমব্যাট ফোর্স। মৃতের দিদি রিমা বার্নওয়াল বলেন, “আমার ভাই তিন দিন ধরে নিখোঁজ ছিল। পুলিশকে জানিয়েছিলাম। কিন্তু কোনও খোঁজ মেলেনি। ওই মেয়েটি আমার ভাইকে নিয়ে গিয়েছিল। ওরাই মেরে ঝুলিয়ে দিয়েছে। ওদের শাস্তি চাই।” (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)
