![accident1](https://i0.wp.com/durgapur24x7.com/wp-content/uploads/2023/05/accident1.jpeg?fit=1024%2C1536&ssl=1)
দুর্গাপুর দর্পণ ডেস্ক, ৫ জুন ২০২৩: মাত্র ৩৫ পয়সা দিয়ে ১০ লক্ষের বিমার সুবিধা! সত্যিই তাই। ট্রেনের টিকিট কাটার সময় মাত্র ৩৫ পয়সার বিনিময়ে আইআরসিটিসি যাত্রীকে ১০ লক্ষ টাকার দুর্ঘটনাজনিত বিমার সুবিধা দিয়ে থাকে। অনেকেই তা জানেন না। করমণ্ডল এক্সপ্রেসের (Coromandel Express) ভয়াবহ দুর্ঘটনার পরে যা নিয়ে ফের একবার চর্চা শুরু হয়েছে।
টিকিট কাটার সময় মাথাপিছু মাত্র ৩৫ পয়সা দিয়ে বিমা করে রাখলে যদি ট্রেন দুর্ঘটনার কবলে পড়ে যাত্রী মারা যান বা জখম হন। তাহলে তাঁর পরিবার পাবে আর্থিক ক্ষতিপূরণ। তবে মনে রাখতে হবে, রেলের কাউন্টারে গিয়ে টিকিট কাটলে কিন্তু এই সুবিধা মিলবে না। টিকিট কাটতে হবে অনলাইনে। তবেই এই সুবিধা দেবে আইআরসিটিসি। টিকিট কাটার পরে যাত্রীর মোবাইলে বিমা সংক্রান্ত তথ্য পাঠিয়ে দেয় আইআরসিটিসি।
জানা গিয়েছে, ট্রেন দুর্ঘটনায় যাত্রীর মৃত্যু হলে আইআরসিটিসি ১০ লক্ষ টাকা দেয়। কোনও যাত্রী দুর্ঘটনায় পুরোপুরি অক্ষম হয়ে গেলও এই পরিমাণ টাকা দেওয়া হয়। আংশিক অক্ষম হলে সাড়ে ৭ লক্ষ টাকা এবং চিকিৎসা করানোর জন্য ২ লক্ষ টাকা দেওয়া হয়। ট্রেন দুর্ঘটনায় যাত্রীর মৃত্যু হলে দেহ বাড়িতে পৌঁছে দেওয়ার খরচ হিসাবে ১০ হাজার টাকা দেওয়ার কথা আইআরসিটিসির।