দুর্গাপুর দর্পণ ডেস্ক, ৫ জুন ২০২৩: স্মার্টফোন কিনলে স্মার্টওয়াচ ফ্রি! মিস করবেন না এমন দারুণ অফার। ইন্টারনেটের তথ্য় অনুযায়ী, ৮ জুন এদেশের বাজারে আত্মপ্রকাশ করবে Realme 11 Pro 5G। সেদিন থেকে ১৪ জন পর্যন্ত চলবে প্রি-বুকিং। এই সময়ে যাঁরা ফোনটি কিনবেন তাঁরা ফ্রি-তে পাবেন প্রায় সাড়ে ৪হাজার টাকা মূল্যের স্মার্টওয়াচ Watch 2 Pro। এতে রয়েছে ১.৭৫ ইঞ্চি ডিসপ্লে, ৯০টি স্পোর্টস মোড, হার্ট রেট, ব্লাড অক্সিজেন মনিটরিং সিস্টেম সহ একাধিক ফিচার্স।
জানা গিয়েছে, ফোনটিতে থাকবে ৬.৭ ইঞ্চি AMOLED ডিসপ্লে, ১২০ হার্টজ রিফ্রেশ রেট এবং ফুল HD রেজোলিউশন। প্রসেসরের ক্ষেত্রে Dimensity ৭০৫০ চিপসেট থাকবে। ফোনটির ৩টি ভেরিয়েন্ট থাকবে। ৮GB ও ১২৮GB, ৮GB ও ২৫৬GB এবং ১২GB ও ২৫৬GB। মাইক্রো SD কার্ডের মাধ্যমে ইন্টার্নাল স্টোরেজ ১TB পর্যন্ত বাড়ানো যাবে। থাকবে ১০০ মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা এবং ১৬ মেগাপিক্সেল সেলফি স্ন্যাপার। এছাড়াও থাকবে নানান আকর্ষণীয় ফিচার্স!