দুর্গাপুর দর্পণ, দুর্গাপুর, ১৮ ফেব্রুয়ারি ২০২৪: আধার কার্ড বাতিলের জেরে ‘আঁধারে’ স্নাতক পড়ুয়ার ভবিষ্যৎ। কলেজে পরীক্ষার ফর্ম ফিল আপ করতে পারল না পশ্চিম বর্ধমানের (Paschim Bardhaman) কাঁকসার বনকাটি পঞ্চায়েতের ১১ মাইলের আশা বিশ্বাস। বীরভূমের ইলামবাজারের কবি জয়দেব মহাবিদ্যালয়ের প্রথম বর্ষের পড়ুয়া সে।
কয়েক মাস পরেই পরীক্ষা। কয়েকদিন আগে ফর্ম ফিল আপ করতে যায় আশা। আধার কার্ডের নম্বর দিয়ে পরীক্ষার ফর্ম ফিলাপ করতে গিয়েই সে বুঝতে পারে, তার আধার কার্ড বাতিল হয়ে গিয়েছে। চরম চিন্তিত হয়ে পড়ে সে। শনিবার ডাক বিভাগের মাধ্যমে আধার কার্ড বাতিলের একটি চিঠিও হাতে পায় সে। বনকাটি গ্রাম পঞ্চায়েত এলাকায় ১১ জনের আধার কার্ড বাতিলের চিঠি এসেছে বলে সূত্রের খবর।
পূর্ব বর্ধমানের জামালপুরের পরে পশ্চিম বর্ধমানের কাঁকসায় আধার কার্ড বাতিলের নোটিসকে ঘিরে আতঙ্কের বাতাবরণ তৈরি হয়েছে। আশা বিশ্বাস জানায়, জীবনে অনেক বড় হওয়ার ইচ্ছা ছিল। তবে আধার কার্ড বাতিলের পর কীভাবে পরীক্ষায় বসবে তা নিয়ে চিন্তিত সে।
কাঁকসা পঞ্চায়েত সমিতির সভাপতি ভবানী ভট্টাচার্য বলেন, “রাজ্যজুড়ে সাধারণ মানুষকে সমস্যায় ফেলার চক্রান্ত করেছে কেন্দ্রীয় সরকার। এইভাবে আধার কার্ড বাতিল হতে থাকলে তীব্র আন্দোলন হবে।” বিজেপির মন্ডল সভাপতি রাজীব রায় জানান, সাংসদ সুরিন্দর সিং আলুওয়ালিয়াকে বিষয়টি জানাবেন। মানুষের যাতে সমস্যা না হয় সেদিকে তৎপর বিজেপি। পশ্চিম বর্ধমানের জেলাশাসক পন্নামবলাম এস বলেন, “বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। সংশ্লিষ্ট দফতরকে বিষয়টি জানানো হবে।’’ (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)।