
দুর্গাপুর দর্পণ, দুর্গাপুর, ২৬ মার্চ ২০২৪: “উনি যে দিদির হাত ধরে এসেছেন সেই দিদির পা টলছে, বাড়ির লোকই ধাক্কা দিয়ে ফেলে দেয়, বাংলার লোক কখন ধাক্কা দিয়ে ফেলে দেবে বুঝতেই পারবেন না,” এই মন্তব্য করে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও বর্ধমান-দুর্গাপুরের প্রার্থী কীর্তি আজাদকে তীব্র কটাক্ষ করলেন বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ।
মঙ্গলবার কাক ভোরে পশ্চিম বর্ধমানের (Paschim Bardhaman) দুর্গাপুরের প্রাণকেন্দ্র সিটি সেন্টারের চতুরঙ্গ এলাকায় বিজেপি কর্মীদের সাথে প্রাতঃভ্রমণে বেরিয়ে প্রচার করেন দিলীপ ঘোষ। এরপর কাশীরাম রোড এলাকায় দেওয়াল লিখন করলেন। রাজীব গান্ধী স্মারক ময়দানে দলীয় কর্মীদের সাথে আলোচনা করে পৌঁছে যান মেন গেটে। সেখানে চায়েপে চর্চার মাধ্যমে জনসংযোগ করেন।
(The Mission Hospital. দেশের সেরা চতুর্থ হাসপাতাল এখন দুর্গাপুরে। যোগাযোগ- 8687500500 )
সাংবাদিকদের মুখোমুখি হয়ে মুখ্যমন্ত্রীকে তীব্র ভাষায় বলেন, “গোয়ায় বলেন গোয়ার মেয়ে, ত্রিপুরায় বলেন ত্রিপুরার মেয়ে, আগে বাপ ঠিক করুন।” তিনি বলেন, বিধানসভা আর ত্রিস্তরীয় পঞ্চায়েত নির্বাচনের সময় যে অত্যাচার হয়েছিল তাতে বিজেপির অনেক কর্মী এখনও ঘর ছাড়া রয়েছে। সাংগঠনিকভাবে বর্ধমান দুর্গাপুর কেন্দ্রের দুর্বলতা আছেই। লোকসভা নির্বাচনের আগেও হুমকি দেওয়া হচ্ছে, মারামারি শুরু হয়েছে।
তবে, বিজেপি নির্বাচনে বিশ্বাসী বলে দাবি করেন দিলীপ ঘোষ। তিনি বলেন, তবে কেউ তাদের উপর আক্রমণ করতে এলে তারাও চুপ করে বসে থাকবেন না। মাঠে নেমে লড়াই করবেন। নির্বাচনে জয়ের ব্যাপারে আশাবাদী বলে দাবি করেন তিনি। তৃণমূল নেতৃত্ব জানিয়েছেন, কে জয়ী হবেন তা দিলীপ ঘোষ নয়, সিদ্ধান্ত নেবেন জনগণ। ৪ জুন তা টের পাবেন দিলীপ ঘোষ। (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)।