প্রচারে মাথায় লালটুপি জাহানারার, গায়ে নামাবলি কীর্তির
দুর্গাপুর, ১৯ এপ্রিল ২০২৪: পশ্চিম বর্ধমানের (Paschim Bardhaman) আসানসোল কেন্দ্র থেকে সিপিএমের হয়ে দাঁড়িয়েছেন জামুড়িয়ার প্রাক্তন বিধায়ক জাহানারা খান। অন্যদিকে বর্ধমান-দুর্গাপুর কেন্দ্রে তৃণমূল প্রার্থী হয়েছেন কীর্তি আজাদ। শনিবার দুজনকেই প্রচার করতে দেখা গেল ভিন্ন ভিন্ন বেশে। লাল টুপি পড়ে প্রচারে দেখা গেল জাহানারাকে। কীর্তিকে দেখা গেল গলায় নামাবলি জড়িয়ে প্রচার করতে।
শনিবার সকালে উখড়ায় প্রচার করেন জাহানারা। মাথায় লাল টুপি ও কাস্তে, হাতুড়ি, তারা আঁকা লাল জামা পড়া কর্মীদের সাথে হাঁটছেন সিপিএম প্রার্থী। পানীয় জলের সংকট দূর করতে ব্যর্থ তৃণমূল। শিল্প গড়তে ব্যর্থ তৃণমূল। কর্মসংস্থানের সুযোগ সৃষ্টিতে ব্যর্থ তৃণমূল। প্রচারে একথা বলছে সিপিএম। উখড়ার মানুষ তাঁদের সমর্থন করছেন এবং ব্যাপক উৎসাহ দেখা যাচ্ছে, সিপিএম প্রার্থীর।
(Dvita Eye Care। কলকাতার বাইরে সেরা চোখের হাসপাতাল। যোগাযোগ- 0343-6661111)
এদিন সকালে মাথায় সাদা টুপি ও গলায় নামাবলি নিয়ে হুড খোলা গাড়িতে চেপে দুর্গাপুরে প্রচারে নামলেন তৃণমূল প্রার্থী কীর্তি। দুর্গাপুরের ৩১ নম্বর ওয়ার্ডের বিভিন্ন প্রান্তে সাধারণ মানুষের সাথে জনসংযোগ করলেন। বিরোধীদের অপপ্রচারের কথা তুলে ধরলেন। জোড়া ফুলে ভোট দেওয়ার আবেদন করলেন। প্রায় ৪২ ডিগ্রি তাপমাত্রাকে পরোয়া না করেই মাঠে নেমেছেন প্রার্থীরা। (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)।