দুর্গাপুর ইস্পাত কারখানায় গ্যাস লিক, অসুস্থ ৫

দুর্গাপুর, ১৯ এপ্রিল ২০২৪: দুর্গাপুর ইস্পাত কারখানায় গ্যাস লিকের ঘটনায় পাঁচ জন অসুস্থ হয়ে পড়েছেন। তাদের মধ্যে রয়েছেন দুজন স্থায়ী এবং তিনজন ঠিকা কর্মী। তাদের দুর্গাপুর ইস্পাত হাসপাতালে ভর্তি করা হয়েছে। ব্লাস্ট ফার্নেস বিভাগে শুক্রবার রাত আটটা নাগাদ দুর্ঘটনাটি ঘটে। সবাইকে উদ্ধার করে দুর্গাপুর ইস্পাত হাসপাতালে পাঠানো হয়। সেখানে তাদের অক্সিজেন দেওয়া হয়। চিকিৎসা চলছে।

শুক্রবার রাত ৮টা নাগাদ দুর্গাপুর ইস্পাত কারখানার ব্লাস্ট ফার্নেস বিভাগে কার্বন মনোক্সাইড গ্যাস বের হতে থাকে। কর্মরত দুজন স্থায়ী পরিমল মন্ডল, সুনীল মাঝি ও তিনজন অস্থায়ী শ্রমিক বিকাশ কাপারি, টোটন খাওয়াস ও নুর আলম জমাদার অসুস্থ হয়ে পড়েন। সহকর্মীরা তাদের উদ্ধার করে নিয়ে হয় দুর্গাপুর ইস্পাত হাসপাতালে ভর্তি করেন। কী ভাবে দুর্ঘটনা ঘটল তা খতিয়ে দেখছেন দুর্গাপুর ইস্পাত কারখানা কর্তৃপক্ষ।

Leave a Comment

error: Content is protected !!
mission hospital advt