![tree](https://i0.wp.com/durgapur24x7.com/wp-content/uploads/2024/04/WhatsApp-Image-2024-04-21-at-17.20.04.jpeg?fit=1024%2C1078&ssl=1)
দুর্গাপুর, ২১ এপ্রিল ২০২৪: পশ্চিম বর্ধমানের দুর্গাপুর বনবিভাগের মলানদিঘির আকন্দারার জঙ্গলে গাছ চুরি করতে গিয়ে হাতেনাতে ধরা পড়ল একজন। তার নাম সাহুল হাজরা। বাড়ি আকন্দারায়। শনিবার রাতে বনকর্মীরা গোপন সূত্রে খবর পেয়ে হানা দেন ওই জঙ্গলে। ততক্ষণে বেশ কয়েকটি শাল, সেগুন, মহুয়া গাছ কাটা হয়ে গিয়েছে। সেগুলি পাচার করার আগেই ধরা পড়ে সাহুল। বাজেয়াপ্ত করা হয় কাটা গাছগুলি।
( Dr. BC Roy Engineering College & Group of Instutions । পূর্ব ভারতের সেরা শিক্ষা প্রতিষ্ঠান। যোগাযোগ- 933927844, 9832131164, 9932245570, 9434250472)
ধৃতকে রবিবার দুর্গাপুর মহকুমা আদালতে তোলা হলে ১দিনের জেল হেফাজতের নির্দেশ দেন বিচারক। দুর্গাপুর বন বিভাগের বনাধিকারিক সুদীপ ব্যানার্জি বলেন, “গাছ লাগানোর ক্ষেত্রে যেমন জোর দেওয়া হচ্ছে তেমনই গাছ চুরি রুখতেো কড়া নজরদারি চালানো হচ্ছে। এই চক্রের সঙ্গে আরও কেউ জড়িত আছে কি না সে বিষয়ে তদন্ত চলছে। (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)।