দুর্গাপুর, ২১ এপ্রিল ২০২৪: রবিবার দুপুরে পশ্চিম বর্ধমানের দুর্গাপুরের বিধাননগর পাম্প হাউস মোড়ে বিজেপির অফিস ভস্মীভূত হয়ে যায়। বিজেপির অভিযোগ, তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা আগুন লাগিয়ে দিয়েছে। এর আগেও একবার এই ঘটনা ঘটেছিল। অবিলম্বে দোষীদের গ্রেফতারের দাবিতে এদিন সন্ধ্যায় পাম্প হাউস মোড়ে পথ অবরোধ করে বিজেপি। তৃণমূল অভিযোগ ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছে।
এলাকাবাসী জানিয়েছেন, এদিন দুপুর দেড়টা নাগাদ বাঁশ ও দরমার তৈরি ওই অফিসে আচমকা আগুন লাগে। দাউদাউ করে জ্বলতে থাকে আগুন। খবর পেয়ে দমকলের দুটি ইঞ্জিন এসে আগুন আয়ত্বে আনে। আসে নিউ টাউনশিপ থানার পুলিশ। উত্তেজিত বিজেপি কর্মীরা তৃণমূলের বিরুদ্ধে আগুন লাগানো এবং পুলিশের বিরুদ্ধে নিষ্ক্রিয়তার অভিযোগ তুলে বিক্ষোভ শুরু করে দেন।
( রাজেন্দ্র একাডেমি ফর টিচার্স এডুকেশন। NAAC স্বীকৃত শিক্ষক প্রশিক্ষণের সেরা প্রতিষ্ঠান। যোগাযোগ- 8170031466 )
সন্ধ্যায় ফের বিক্ষোভ শুরু হয় পাম্প হাউস মোড়ে। বর্ধমান সদর সাংগঠনিক জেলা বিজেপির সাধারণ সম্পাদক অভিজিৎ দত্ত এবং বিজেপি নেতা অমিতাভ বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে চলে রাস্তা অবরোধ। ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। অভিজিৎ দত্তের অভিযোগ, তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা পার্টি অফিস পুড়িয়ে দিয়েছে। পুলিশ কোনও ব্যবস্থা নিচ্ছে না। নির্বাচন কমিশনকে তাঁরা বিষয়টি জানিয়েছেন।
দ্রুত দুষ্কৃতীদের গ্রেফতারের দাবি জানান তাঁরা। প্রায় আধ ঘন্টা ধরে রাস্তা অবরোধ চলে। চার মাথার মোড় অবরোধ হওয়ায় সাময়িক যানজট হয়। পুলিশ অবরোধ তুলতে গেলে দুপক্ষের মধ্যে বচসা শুরু হয়। যদিও শেষ পর্যন্ত পুলিশ দ্রুত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেওয়ার পরে অবরোধ ওঠে। (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)।