দুর্গাপুর দর্পণ, ১১ মে ২০২৪: আসানসোল উপ নির্বাচনে তৃণমূল প্রার্থী শত্রুঘ্ন সিনহা পান্ডবেশ্বর বিধানসভা এলাকা থেকে লক্ষাধিক ভোটে লিড পেয়েছিলেন। দুর্গাপুরে এসে মুখ্যমন্ত্রী এরপরেই পান্ডবেশ্বরের বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তীকে লক্ষ নরেন নামে সম্বোধন করেছিলেন। জেলা সভাপতি সেই নরেন্দ্রনাথের নেতৃত্বেই এবার পশ্চিম বর্ধমান জেলায় লড়ছে তৃণমূল। দলনেত্রীর দেওয়া চ্যালেঞ্জ বাস্তবায়ন করতে চোয়াল শক্ত করে প্রথম দিন থেকে ভোটযুদ্ধে অবিচল তিনি।
শনিবার প্রচারের শেষ লগ্নেও টানা ১৬টি গ্রাম ঘুরলেন নরেন্দ্রনাথ। কখনও পায়ে হেঁটে, কখনও গাড়িতে চেপে ঘুরলেন কাঁটাবেড়িয়া, কৈলাশপুর, প্রতাপপুর, আমদহি, বড়গড়িয়া, ধবনি, লবনাপাড়া, জগন্নাথপুর, লাউদোহা, কালীনগর, গোপডাঙ্গা, নাচন প্রভৃতি গ্রাম। কথা বললেন এলাকার মানুষের সঙ্গে। অনেকেই ছোটখাটো সমস্যার কথা তুলে ধরেন তাঁর কাছে। নির্বাচন মিটে গেলেই তাঁদের সমস্যা সমাধানের আশ্বাস দেন বিধায়ক।
এদিন দলের কয়েকশো কর্মী সমর্থক ছাড়াও বিধায়ক নরেন্দ্রনাথের সঙ্গে শেষ লগ্নের প্রচারে দেখা যায় টলিউড অভিনেত্রী অলিভিয়া সরকারকে। আসানসোল কেন্দ্রে তৃণমূল কংগ্রেস প্রার্থী শত্রুঘ্ন সিনহার জয়ের ব্যবধান ২০২২ সালের উপনির্বাচনের ফলাফলকে ছাপিয়ে যাবে, এ’বিষয়ে দৃঢ় প্রত্যয়ী নরেন্দ্রনাথ। ফল কী হয় সেজন্য অপেক্ষা করতে হবে ৪ জুন পর্যন্ত।
( Dr. BC Roy Engineering College & Group of institutions । পূর্ব ভারতের সেরা শিক্ষা প্রতিষ্ঠান। যোগাযোগ- 933927844, 9832131164, 9932245570, 9434250472)
(Dvita Eye Care। কলকাতার বাইরে সেরা চোখের হাসপাতাল। যোগাযোগ- 0343-6661111)
( রাজেন্দ্র একাডেমি ফর টিচার্স এডুকেশন। NAAC স্বীকৃত শিক্ষক প্রশিক্ষণের সেরা প্রতিষ্ঠান। যোগাযোগ- 8170031466 )
(The Mission Hospital. দেশের সেরা চতুর্থ হাসপাতাল এখন দুর্গাপুরে। যোগাযোগ- 8687500500 )
(বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)।