লিভার জনিত অসুখে মারা যান তিনি
দুর্গাপুর দর্পণ, ২১ মে ২০২৪: মরণোত্তর চক্ষুদান করে নজির গড়লেন পশ্চিম বর্ধমান জেলার (Paschim Bardhaman) অন্ডালের টোটো চালক রিন্টু চক্রবর্তী। আচমকা অসুস্থ হয়ে তিনি দুর্গাপুর মহকুমা হাসপাতালে ১৮ মে ভর্তি হন। ২০ মে তাঁর মৃত্যু হয়। তিনি মরণোত্তর চক্ষুদানের অঙ্গীকার করে গিয়েছিলেন।
তাঁর মৃত্য়ুর পর পরিবারের অনুমতিক্রমে তাঁর কর্ণিয়া জোড়া সংগ্রহ করে দুর্গাপুর ব্লাইন্ড রিলিফ সোসাইটির সদস্যরা। তা প্রতিস্থাপনের জন্য পাঠানো হয়েছে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালের আই ব্যাঙ্কে। রিন্টুর কর্ণিয়া নিয়ে কোনও দৃষ্টিপ্রতিবন্ধী ফিরে পাবেন তাঁর দৃষ্টি। যেখানে বহু শিক্ষিত সচেতন মানুষ এখনও মরণোত্তর চক্ষুদানের বিষয়ে খুব একটা উৎসাহ দেখান না, সেখানে একজন টোটো চালকের এমন মানসিকতা সকলের প্রশংসা কুড়িয়েছে।
(The Mission Hospital. দেশের সেরা চতুর্থ হাসপাতাল এখন দুর্গাপুরে। যোগাযোগ- 8687500500 )
চোখে আঘাত প্রাপ্ত হলে বা সংক্রমণের জেরে কর্ণিয়া নষ্ট হয়ে যেতে পারে। তখন একমাত্র সমাধান কর্ণিয়া প্রতিস্থাপন। কিন্তু কর্ণিয়া কৃত্রিমভাবে তৈরি করা যায় না। তাই অন্যের কর্ণিয়া পেলে তবেই তা প্রতিস্থাপন করা সম্ভব।একজন মৃত মানুষের কর্ণিয়া নিয়ে দৃষ্টিশক্তি ফিরতে পারে অন্যজনের। তাই মরণোত্তর চক্ষুদান ভীষণভাবে জরুরী। (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)।