দুর্গাপুর দর্পণ, ১১ জুন ২০২৪: পশ্চিম বর্ধমান (Paschim Bardhaman) জেলার দুর্গাপুরের নেপালি পাড়া হিন্দি হাই স্কুলের পড়ুয়ারা দুঃস্থ শিশুদের মুখে হাসি ফোটাতে এগিয়ে এল। নিজেদের পড়ে থাকা জামা কাপড় নিয়ে এসে তারা তুলে দিল একটি স্বেচ্ছাসেবী সংস্থার হাতে। স্কুলের প্রধান শিক্ষক রাষ্ট্রপতি পুরস্কার প্রাপ্ত ডাঃ কলিমুল হক পড়ুয়াদের একাজ করতে উৎসাহ জুগিয়েছেন।
গরমের ছুটির পর ১০ জুন থেকে পঠন-পাঠন শুরু হয়েছে স্কুলগুলিতে। তবে শিক্ষা দফতর ৫ জুন থেকে ১২ জুন পর্যন্ত রাজ্যের সব স্কুলে সামার ক্যাম্প করার নির্দেশ দিয়েছিল। সেই কর্মসূচির অংশ হিসাবেই এই স্কুলের পড়ুয়ারা দুঃস্থ শিশুদের পাশে থাকার পরিকল্পনা নেয়। তাদের সঙ্গে এগিয়ে আসেন স্কুলের শিক্ষক-শিক্ষিকারাও।
( রাজেন্দ্র একাডেমি ফর টিচার্স এডুকেশন। NAAC স্বীকৃত শিক্ষক প্রশিক্ষণের সেরা প্রতিষ্ঠান। যোগাযোগ- 8170031466)
(বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)।