দুর্গাপুর দর্পণ, ১৩ জুন ২০২৪: সরকারি হাসপাতালে ১৬ বছরের কিশোরীর মৃত্যু। চিকিৎসায় গাফিলতির অভিযোগে তুমুল বিক্ষোভ, ভাঙচুর। পরিস্থিতি সামাল দিতে হাসপাতালে আসে বিশাল পুলিশ বাহিনী। পুলিশকে ঘিরেও বিক্ষোভ দেখান রোগীর আত্মীয়- পরিজনেরা। অভিযুক্ত চিকিৎসকের শাস্তির দাবি করেন তাঁরা।
বুকে ও পেটে ব্যথা নিয়ে বৃহস্পতিবার সকালে দুর্গাপুর মহকুমা হাসপাতালে ভর্তি করানো হয় দুর্গাপুর থানার জেসি বোস রোড এলাকার দশম শ্রেণীর ছাত্রী নিশা কুন্ডুকে। পরিবারের দাবি, চিকিৎসা শুরুর পরে বার বার তাঁরা রোগীর শারীরিক পরিস্থিতি জানতে চেয়েছেন। হাসপাতাল থেকে প্রতিবার তাঁদের রোগী ভাল আছে বলে জানানো হয়েছে।
(The Mission Hospital. দেশের সেরা চতুর্থ হাসপাতাল এখন দুর্গাপুরে। যোগাযোগ- 8687500500 )
পরিবারের অভিযোগ, এরপর বিকালে তাঁদের জানানো হয় রোগীকে আইসিইউতে নিয়ে যাওয়া হচ্ছে। কয়েক মিনিটের মধ্যে রোগীর মৃত্যু সংবাদ জানানো হয় তাঁদের। এরপরেই ক্ষোভে ফেটে পড়েন তাঁরা। ধুন্দুমার পরিস্থিতি তৈরি হয় দুর্গাপুর মহকুমা হাসপাতালে। বিক্ষোভ শুরু করেন রোগীর পরিজনেরা। স্ট্রেচার উল্টে ফেলে দেন তাঁরা। ভাঙচুর করা হয় হাসপাতালের ভিতরে ও বাইরে।
অভিযোগ, চলতি বছরে প্রসূতির মৃত্যু, শিশু মৃত্যু সহ চিকিৎসার গাফিলতিতে বার বার রোগী মৃত্যুর অভিযোগ উঠেছে ওই হাসপাতালে। হাসপাতাল যেন মৃত্যু পুরীতে পরিণত হয়েছে! মৃত কিশোরীর কাকু রাজা কুন্ডুর অভিযোগ, পায়ে হেঁটে নিশা দুর্গাপুর মহকুমা হাসপাতলে ভর্তি হয়েছিল। কিন্তু এইভাবে ভুল চিকিৎসায় মৃত্যু হবে তা তাঁরা ভাবতেও পারেননি। তিনি বলেন, ‘‘যে চিকিৎসক এই ঘটনা ঘটিয়েছেন তাঁর বিরুদ্ধে কড়া আইনি ব্যবস্থা নিতে হবে। চিকিৎসার গাফিলতিতেই আমরা আমাদের মেয়েকে হারালাম।’’
খবর পেয়ে ঘটনাস্থলে আসে বিশাল পুলিশ বাহিনী। নামানো হয় কমব্যাট ফোর্স। পুলিশকে ঘিরেও তুমুল বিক্ষোভ চলতে থাকে। অভিযোগ, চিকিৎসার গাফিলতিতেই মৃত্যু হয়েছে নিশার। অবিলম্বে অভিযুক্ত চিকিৎসকের শাস্তির দাবিতে বিক্ষোভ চলতে থাকে। হাসপাতাল সুপার ধীমান মন্ডল ঘটনার উপযুক্ত তদন্তের আশ্বাস দিয়েছেন। (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)।