B.Ed পড়তে পড়তেই শিক্ষক হিসাবে নিয়োগের হাতছানি! ‘অফলাইন ক্যাম্পাসিং’ এর সুযোগ দিচ্ছে দুর্গাপুরের রাজেন্দ্র একাডেমি

WhatsApp Group Join Now
Instagram Group Join Now

 

দুর্গাপুর দর্পণ, ২৫ জুন ২০২৪: এই রাজ্যে বি-এড করেও বসে আছেন হাজার হাজার শিক্ষার্থী। স্কুল সার্ভিস কমিশনে নিয়োগ হয় না। শিক্ষক নিয়োগ যা হয় তা নিয়ে দুর্নীতির হাজারো অভিযোগ। এই পরিস্থিতিতে বিএড কলেজ ও বেসরকারি স্কুলের মেলবন্ধনে নতুন এক নিয়োগ প্রক্রিয়া রাজ্যে ডানা মেলছে, যা আশার আলো দেখাচ্ছে বি-এড শিক্ষার্থীদের। সম্প্রতি সেই উদ্যোগ দেখা গেল পশ্চিম বর্ধমান জেলার (Paschim Bardhaman) দুর্গাপুরের রাজেন্দ্র একাডেমি ফর টিচার্স এডুকেশনে।

নতুন এই নিয়োগ পদ্ধতির পথ প্রদর্শক বলা যেতে পারে যাদবপুর বিশ্ববিদ্যালয়কে। একটি বেসরকারি স্কুল গ্রুপ রাজ্যের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে থাকা তাদের স্কুলগুলিতে শিক্ষক নিয়োগের জন্য যাদবপুর বিশ্ববিদ্যালয়ের সঙ্গে যোগযোগ করেছিল। ওই সব স্কুলে শিক্ষক নিয়োগের জন্য পরীক্ষার ব্যবস্থা করেছে যাদবপুর বিশ্ববিদ্যালয়। যাদবপুর থেকে বি-এড করার পরে যে সব শিক্ষার্থীরা অনিশ্চয়তার মধ্যে রয়েছেন তাঁদের চাকরির দিশা দেখিয়েছে এই পরীক্ষা। ( রাজেন্দ্র একাডেমি ফর টিচার্স এডুকেশন। NAAC স্বীকৃত শিক্ষক প্রশিক্ষণের সেরা প্রতিষ্ঠান। যোগাযোগ- 8170031466)

একই ভাবে দুর্গাপুরের রাজেন্দ্র একাডেমি ফর টিচার্স এডুকেশন বি-এড শিক্ষার্থীদের চাকরির ব্যবস্থা করে দিতে বিহারের রয়্যাল ইন্টারন্যাশনাল স্কুলের সঙ্গে হাত মিলিয়ে সম্প্রতি অফলাইন কাম্পাসিং এর আয়োজন করেছিল। বিহারের রয়্যাল ইন্টারন্যাশনাল স্কুল কর্তৃপক্ষ এসেছিলেন দুর্গাপুরের এই বি-এড কলেজে। এখানকার মোট ৫জন শিক্ষার্থী বৃষ্টি সাহু, তাপসী গড়াই, সুদেষ্ণা কর্মকার, অনন্যা চৌধুরী ও নেহা শাহকে তাঁদের স্কুলের ভাবী শিক্ষক-শিক্ষিকা হিসাবে নির্বাচিত করেছেন স্কুল কর্তৃপক্ষ। তাঁরা জানান, “হঠাৎ করে এমন একটা সুযোগ আসবে, ভাবিনি! কলেজের কাছে আমরা কৃতজ্ঞ।” রাজেন্দ্র অ্যাকাডেমি গ্রুপের চেয়ারম্যান জয়ন্ত চক্রবর্তী বলেন, “শিক্ষার্থীদের পাশে আমরা সর্বতোভাবে পাশে থাকি। তাঁদের নিশ্চিত কেরিয়ার গড়ে দিতে সব রকম ভাবে প্রচেষ্টা নেওয়া হয়।”নতুনডাঙা হাইস্কুলের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক তথা শিক্ষাবিদ সন্তোষ চট্টরাজ বলেন, “অত্যন্ত প্রশংসনীয় উদ্যোগ। যে সমস্ত পড়ুয়ারা এই ধরণের পেশাদারি কোর্স করছে, তারা যদি এমন চাকরির সুযোগ পায়, তাহলে আরও অনেকে শিক্ষকতার পেশায় আগ্রহী হবে।” খোঁজ নিয়ে জানা গিয়েছে, দুর্গাপুর ও বটেই, সংলগ্ন এলাকাতেও প্রথম এমন অভিনব প্রয়াস নিয়েছে রাজেন্দ্র একাডেমি ফর টিচার্স এডুকেশন। কলেজ কর্তৃপক্ষ জানিয়েছেন, বর্তমানে চাকরির অপ্রতুলতার কারণে হতাশায় ভুগছেন শিক্ষার্থীরা। সেই অনিশ্চয়তা কাটিয়ে শিক্ষার্থীদের নিশ্চিত চাকরির দিশা দিতে এমন উদ্যোগ নেওয়া হয়েছে। বি-এড শিক্ষার্থীদের জন্য ভবিষ্যতেও এমন অফলাইন ক্যাম্পাসিংয়ের ব্যবস্থা করা হবে বলে আশ্বাস দিয়েছেন কলেজ কর্তৃপক্ষ। (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!