Illegal Parking: পুরসভার পার্কিংয়ের পাশেই তৃণমূলের মদতে স্লিপ ছাপিয়ে চলছে অবৈধ পার্কিং!

WhatsApp Group Join Now
Instagram Group Join Now

দুর্গাপুর দর্পণ, ২ জুলাই ২০২৪: পুরসভার পার্কিংয়ের পাশেই স্লিপ ছাপিয়ে চলছে রমরমিয়ে অবৈধ পার্কিং। এক পয়সাও রাজস্ব পায় না পুরসভা। পশ্চিম বর্ধমান জেলার (Paschim Bardhaman) দুর্গাপুরের ১৯ নম্বর ওয়ার্ডের বেনাচিতির জলখাবার গলির পাশে গেলেই এই ছবি নজরে পড়ে। স্থানীয়রা জানান, প্রায় ৩০ বছর ধরে চলছে ওই অবৈধ পার্কিং। ফলে রাস্তায় যানজট লেগেই থাকে। কখনও কখনও দুর্ঘটনাও ঘটে। সেই অবৈধ পার্কিং চলছে তৃণমূলেরই মদতে, এমনও অভিযোগ শোনা যাচ্ছে এলাকায়। পুরসভা যদিও দ্রুত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে।

সম্প্রতি রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বেআইনি পার্কিং নিয়ে পুলিশকে তুলোধোনা করেছেন। রাজ্যের কোনায় কোনায় গজিয়ে ওঠা অবৈধ পার্কিং সরানোর নির্দেশও দিয়েছেন। কিন্তু দুর্গাপুরের বেনাচিতির জলখাবার গলির পাশেই পুকুরপাড়ে বাবা বটকেশ্বরের নামে স্লিপ ছাপিয়ে চলছে অবৈধ পার্কিং। এই পার্কিং চালাচ্ছেন তৃণমূলেরই ছত্রছায়ায় থাকা প্রভাবশালী ব্যক্তি সঞ্জয় মন্ডল ওরফে বাবু। ৩০ বছর ধরে এইভাবে পুরসভার রাস্তা দখল করে বেআইনি পার্কিং চলার পরেও কি নজর পড়েনি পুরসভার? প্রশ্নটা উঠছেই। আরও জল্পনা শোনা যাচ্ছে, দুর্গাপুর পুরসভারই প্রাক্তন কোনও কাউন্সিলরের হাত তাঁর মাথায় ছিল বরাবর। সেই অবৈধ পার্কিংয়ের টাকা কার কার পকেটে এতদিন ধরে ঢুকেছে তাও জানতে চান স্থানীয়রা।

( BCREC & Group of institutions । পূর্ব ভারতের সেরা শিক্ষা প্রতিষ্ঠান। 933927844, 9832131164, 9932245570, 9434250472) 

ঠিক পাশেই দুর্গাপুর পুরসভার বৈধ পার্কিংয়ের বরাত পান বিপ্লব বিশ্বাস। তিনিও তৃণমূল নেতা। তাঁর অভিযোগ, তাঁদের পার্কিংয়ের পাশেই অবৈধ পার্কিং চলছে রমরমিয়ে। প্রতিবাদ করতে হুমকি দেওয়া হয়। একাধিকবার পুরসভা ও পুলিশকে জানিয়েছেন। কিন্তু কোনও ব্যবস্থা নিতে দেখা যায়নি। এইভাবে অবৈধ পার্কিং চলার জন্য তাঁরা আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন। দ্রুত অবৈধ পার্কিং বন্ধ করার দাবি জানিয়েছেন তিনি। অবৈধ পার্কিংয়ের দায়িত্বে থাকা সঞ্জয় মন্ডল ওরফে বাবু দাবি করেন, যখন এই পার্কিং শুরু হয়েছিল তখন এত জনবহুল ছিল না এলাকা। ৩০ বছর ধরে তাঁরা পার্কিং চালাচ্ছেন। তিনি বলেন, “রাস্তার ধারে গাড়ি রেখে যেটুকু টাকা পাচ্ছি সেই টাকাতেই সংসার চালাচ্ছি। যদি বলে গাড়ি রাখতে দেব না কোনও ব্যাপার না। তবে পুনর্বাসনের ব্যবস্থা করুক।”

কিশোরীর চিকিৎসায় গাফিলতির অভিযোগ তুলে দুর্গাপুরের বেসরকারি হাসপাতালে ধুন্ধুমার কান্ড

এবিষয়ে বিজেপি নেতা অমিতাভ ব্যানার্জি বলেন, ” তৃণমূলের মদতেই দুর্গাপুরের আনাচে-কানাচে চলছে অবৈধ কাজকর্ম। তারই একটা রূপ বেনাচিতির এই অবৈধ পার্কিং। ভগবানের দোহাই দিয়ে অবৈধ পার্কিং তৈরি করে টাকা আদায় করছে। এইরকম কাজ তৃণমূল ছাড়া আর কে করতে পারে!” দুর্গাপুর পুরসভার প্রশাসকমন্ডলীর চেয়ারপার্সেন অনিন্দিতা মুখোপাধ্যায় বলেন, “দুর্গাপুর পুরসভা এবং পুলিশ যৌথভাবে অবৈধ কাজকর্ম বন্ধের জন্য কড়া ভূমিকা নিয়েছে। মুখ্যমন্ত্রীর নির্দেশ তারা অক্ষরে অক্ষরে পালন করছে। এই পার্কিং কারা চালাচ্ছে সেটিও দেখে কড়া ব্যবস্থা নেওয়া হবে।” (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!