দুর্গাপুর দর্পণ, দুর্গাপুর, ৬ জুলাই ২০২৪: ভক্তদের ঢালা জলে ঠান্ডা লেগে প্রবল জ্বরে আক্রান্ত হয়ে ১৪ দিন ধরে ঘরবন্দী ছিলেন জগন্নাথ, বলরাম ও সুভদ্রা। রাজবৈদ্যের চিকিৎসায় সুস্থ হয়ে উঠেছেন তিন ভাই-বোন। ভক্তদের দেওয়া শুকনো খাবার পৌঁছে গিয়েছে মন্দিরে। রাত আড়াইটা নাগাদ খুলবে ঘরের দরজা। নবযৌবন উৎসব হবে তখনই। পশ্চিম বর্ধমান জেলার (Paschim Bardhaman) দুর্গাপুরের ইসকন মন্দিরে এখন চলছে সাজো সাজো রব। শেষ মুহূর্তের প্রস্তুতি তুঙ্গে।
(The Mission Hospital. দেশের সেরা চতুর্থ হাসপাতাল এখন দুর্গাপুরে। যোগাযোগ- 8687500500 )
নবযৌবন উৎসবে তিন ভাই-বোনকে পরানো হবে নতুন পোশাক। খাওয়ানো হবে ভক্তদের দেওয়া শুকনো খাবার। তারপর শুরু হবে পুজোপাঠ। রবিবার রাজবেশ ধারণ করে রথে চেপে মাসির বাড়িতে রওনা দেবেন তাঁরা। ইসকনের রথ সেজে উঠেছে। দূর দূরান্ত থেকে ভক্তরাও আসতে শুরু করেছেন। শুরু হয়েছে হরিনাম সংকীর্তন। রবিবার ভক্তরা হরিনাম সংকীর্তন করতে করতেই রথের রশি টেনে তিন বাই-বোনকে নিয়ে যাবেন আকবর রোডের মাসির বাড়িতে। সাত দিন সেখানে থাকার পর আবার তাঁরা ফিরে আসবেন নিজের বাড়িতে। দশ হাজারের বেশি ভক্তের সমাগম হবে বলে আশাবাদী ইসকন কর্তৃপক্ষ।
দুর্গাপুরে রথের মেলা নির্বিঘ্নে সম্পন্ন করতে এবার বিশেষ ব্যবস্থা নিচ্ছে পুলিশ
(বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)।