বাংলা পক্ষ নয়, এবার বাংলা নিয়ে আন্দোলনে নামল দুর্গাপুরের এক সংগঠন
দুর্গাপুর দর্পণ, দুর্গাপুর, ২১ জুলাই ২০২৪: হোটেলের মালিক উত্তরপ্রদেশের। তিনি হোটেল খুলেছেন পশ্চিম বর্ধমান জেলার (Paschim Bardhaman) দুর্গাপুরের গোপালমাঠে। হোটেলের নাম লেখা আছে ইংরাজি ও হিন্দিতে। বাংলায় নাম লেখার দাবি জানিয়ে এসেছিল ভূমিরক্ষা কমিটি। কিন্তু তাতে কাজ হয়নি। রবিবার ভূমিরক্ষা কমিটির সদস্যরা গিয়ে সেখানকার কর্মীদের সাফ জানিয়ে দেন, ১৫ দিনের মধ্যে বাংলায় নাম লিখতে হবে। তা না হলে ১৬ তম দিনে তাঁরা এসে হোটেলের গেট বন্ধ করে দিয়ে অবস্থান শুরু করবেন।
( রাজেন্দ্র একাডেমি ফর টিচার্স এডুকেশন। NAAC স্বীকৃত শিক্ষক প্রশিক্ষণের সেরা প্রতিষ্ঠান। যোগাযোগ- 8170031466)
কমিটির তরফে ধ্রুবজ্যোতি মুখার্জী বলেন, বাংলায় এসে ব্যবসা করছেন। অথচ বাংলা ভাষায় হোটেলেন নাম লেখা হবে না! আমাদের দাবি, অবিলম্বে বাংলায় নাম লিখতে হবে। তাছাড়া এই হোটেলে বহিরাগতদের দিয়ে কাজ করানো হয়। স্থানীয়দের কাউকে কাজ দেওয়া হয় না। ভূমি পুত্রদের ৫০ শতাংশ কাজে নিতে হবে। এই দাবি না মানা হলে আমরা বৃহত্তর আন্দোলন করব। (বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)।