দুর্গাপুরের ডিএসপি হাসপাতালে দুর্ঘটনা, ঝন ঝন শব্দে রোগীর উপরে ভেঙে পড়ল কাঁচের দরজা

WhatsApp Group Join Now
Instagram Group Join Now

জখম প্রবীণ অবসরপ্রাপ্ত ডিএসপি কর্মী, সরব শ্রমিক সংগঠনগুলি 

 

দুর্গাপুর দর্পণ, দুর্গাপুর, ২২ জুলাই ২০২৪: হাসপাতালে ঢুকছেন রোগী। আচমকা হুড়মুড়িয়ে তাঁর উপরেই ভেঙে পড়ল অটোমেটিক স্লাইডিং ডোরের কাঁচের দরজা। হাত, পা কেটে রক্তে ভেসে গেল আশপাশ। সোমবার পশ্চিম বর্ধমান জেলার (Paschim Bardhaman) দুর্গাপুরের ডিএসপি হাসপাতালের এই ঘটনায় চাঞ্চল্য ছড়ায়। একটি রাষ্ট্রায়ত্ত সংস্থার হাসপাতালের এই পরিস্থিতি নিয়ে সরব হয় শ্রমিক সংগঠনগুলি। হাসপাতালের আধিকারিকদের ঘিরে বিক্ষোভ হয়। 

জানা গিয়েছে, ৭৫ বছর বয়সী ডিএসপির প্রাক্তন কর্মী দুর্গাপদ সিং থাকেন ডিএসপি টাউনশিপের নাগার্জুন এলাকায়। এদিন তিনি ডিএসপি হাসপাতালে গিয়েছিলেন শারীরিক সমস্যার চিকিৎসা করাতে। তাঁর ছেলে পাপুন সিং জানান, তাঁর বাবার হাত ও পা কেটে যায়। কোমরেও চোট পেয়েছেন তিনি। সঙ্গে সঙ্গে তাঁকে ওই হাসপাতালেই ভর্তি করা হয়। হাতে ও পায়ে ব্যান্ডেজ করে দেওয়া হয়। হাসপাতালের এক আধিকারিক জানান, জখম ব্যক্তির প্রয়োজনীয় চিকিৎসা করানো হয়েছে। তিনি সুস্থ আছেন। 

(The Mission Hospital. দেশের সেরা চতুর্থ হাসপাতাল এখন দুর্গাপুরে। যোগাযোগ- 8687500500 )

আইএনটিটিইউসি নেতা রজত দীক্ষিত অভিযোগ করেন, হাসপাতালের সংস্কার কাজ শেষ না করেই তড়িঘড়ি উদ্বোধন করা হয়েছে। তার খেসারত দিতে হল প্রবীণ ওই প্রাক্তন কর্মীকে। তিনি বলেন, “আরও বড় বিপদ হতে পারত। হাসপাতাল কর্তৃপক্ষের গাফিলতির কারণেই এই দুর্ঘটনা ঘটেছে।” আইএনটিটিইউসি নেতা স্নেহাশীষ ঘোষ বলেন, “এই পরিস্থিতির জন্য যারা দায়ী তাদের বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হয়েছে কর্তৃপক্ষকে।” কী ভাবে এই দুর্ঘটনা ঘটল তা খতিয়ে দেখে উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন ডিএসপি কর্তৃপক্ষ। (বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!