দুর্গাপুর দর্পণ, কাঁকসা: রাতের অন্ধকারে সরকারী প্রকল্পের ঢালাই। পশ্চিম বর্ধমান জেলার (Paschim Bardhaman) মলানদিঘির ঘটনা। কড়া ব্যবস্থার আশ্বাস মন্ত্রীর। পঞ্চায়েতের নির্মাণ সহায়ক ও পঞ্চায়েত সদস্যকে না জানিয়েই রাতের অন্ধকারে সরকারি প্রকল্পের ঢালাই করার অভিযোগ ঠিকাদারের বিরুদ্ধে। মলানদিঘির কুনুর নদের পাশে মলানদিঘি গ্রাম পঞ্চায়েতের বর্জ্য প্রক্রিয়াকরণ ও নিষ্কাশন কেন্দ্রের ঢালাই হচ্ছিল বৃহস্পতিবার রাতে। ঠিকাদার অরূপ মন্ডলের সংস্থা কাজ করছিল। খবর পেয়ে তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছান মলানদিঘি গ্রাম পঞ্চায়েত সদস্য বিভাস ঘোষ।
তিনি নির্মাণ সহায়ককে বিষয়টি জানান। নির্মাণ সহায়ক কাজ বন্ধের নির্দেশ দেন। নির্মাণ সহায়ক সিদ্ধার্থ শংকর রায় বলেন, “সন্ধ্যার পর ঢালাই শুরু হয়েছে, সেটা আমি জানি না। আমি পঞ্চায়েত সদস্যের কাছে জানলাম। কী কারণে সন্ধ্যার পর কাজ শুরু করেছিল ওই ঠিকা সংস্থা তা জানতে চিঠি দেওয়া হবে এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।” পঞ্চায়েতের সদস্য বিভাস ঘোষ বলেন, “আমি জানা মাত্রই কাজ বন্ধ করিয়েছি। কাদের মদতে কাজ হচ্ছিল জানি না। সন্ধ্যার পর কোথাও সরকারি প্রকল্পের ঢালাই হয় কী না আমার জানা নেই। আমি ইতিমধ্যেই উর্ধতন কর্তৃপক্ষকে বিষয়টি জানিয়েছি।”
( রাজেন্দ্র একাডেমি ফর টিচার্স এডুকেশন। NAAC স্বীকৃত শিক্ষক প্রশিক্ষণের সেরা প্রতিষ্ঠান। যোগাযোগ- 8170031466)
মলানদিঘি অঞ্চলের যুব তৃণমূল সভাপতি অনন্তরূপ বন্দ্যোপাধ্যায় বলেন, “কারচুপি থাকলে ব্যবস্থা গ্রহণ করবে প্রশাসন। এই দায় সম্পূর্ণ মলানদিঘি গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান এবং নির্মাণ সহায়কের। আমরা অভিযোগ জানাব রাজ্যের পঞ্চায়েত, গ্রামোন্নয়ন ও সমবায় মন্ত্রীকে।” মন্ত্রী প্রদীপ মজুমদার সাফ বলেন, “অন্ধকারে কখনই কাজ হতে পারে না। আমার কাছে অভিযোগ এলেই আমি জানতে চাইব এর কারণ। কড়া ব্যবস্থা হবে।” কাজের দায়িত্বে থাকা ঠিকাদার অরূপ মন্ডল বলেন, “ঢালাইয়ের মেশিনের গোলযোগ হওয়ার জন্য সন্ধ্যার পরে কাজ হচ্ছিল। কাজ বন্ধ করে দিয়েছি।” বিজেপি নেতা চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায় বলেন, “নির্মাণ সহায়ক, পঞ্চায়েত সদস্যকে না জানিয়ে রাতের অন্ধকারে সরকারি প্রকল্পের ঢালাইয়ের কাজ হচ্ছে মানে সেখানে দুর্নীতি আছে।” (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)।