দুর্গাপুর দর্পণ, দুর্গাপুর: দুর্গাপুরে দামোদরে ডুবে মৃত্যু হল বিহারের সমস্তিপুরের এক যুবকের। ঘটনা জানাজানি হতেই ব্যাপক চাঞ্চল্য ছড়ায় দুর্গাপুরের কোকওভেন থানার আশীষ নগরে। পুলিশ জানিয়েছে, মৃত যুবকের নাম কমলেশ চৌধুরী (৩০)। বিহারের সমস্তিপুরের বাসিন্দা। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ওই যুবক মানসিক ভারসাম্যহীন ছিলেন। কোকওভেন থানার নবীন সেন পল্লী এলাকায় থাকতেন।
( BCREC & Group of institutions । পূর্ব ভারতের সেরা শিক্ষা প্রতিষ্ঠান। 933927844, 9832131164, 9932245570, 9434250472)
শনিবার সকালে স্থানীয়রা ওই যুবকের দেহ দামোদরের জলে ভাসতে দেখেন। পুলিশকে খবর দেওয়া হলে পুলিশ পৌঁছে মৃতদেহ উদ্ধার করে। ময়নাতদন্তের জন্য দেহ দুর্গাপুর মহকুমা হাসপাতালে পাঠায় পুলিশ। স্থানীয়দের দাবি, ওই যুবক শনিবার ভোরে দামোদরের জলে ঝাঁপ দিয়ে আত্মঘাতী হন। তবে মৃত্যুর আসল কারণ খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে পুলিশ। (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)।