দুর্গাপুর: ভর সন্ধ্যায় ভয়াবহ দুর্ঘটনা ঘটে গেল দুর্গাপুরে ১৯ নম্বর জাতীয় সড়কে। ছেলেকে খাবার দিতে যাওয়ার পথে বাসের ধাক্কায় মৃত্যু হল এক পৌঢ়ার। ভিরিঙ্গি চাষিপাড়া সংলগ্ন এলাকায় দুর্ঘটনাটি ঘটে। ঘটনাস্থলে পৌঁছায় দুর্গাপুর থানার পুলিশ। মৃতার নাম অমরবালা গোপ (৭০)। ভিড়িঙ্গি গ্রামের বাসিন্দা। বুধবার সন্ধ্যায় তিনি ভিরিঙ্গি গ্রাম থেকে টিফিন বক্সে করে খিচুড়ি নিয়ে ছেলের কাছে যাচ্ছিলেন জাতীয় সড়ক পেরিয়ে।
(The Mission Hospital. দেশের সেরা চতুর্থ হাসপাতাল এখন দুর্গাপুরে। যোগাযোগ- 8687500500)
সেই সময় প্রচন্ড গতিতে সিটি সেন্টারের দিক থেকে আসানসোলের দিকে যাওয়া একটি বাস ভিরিঙ্গি চাষি পাড়ার কাছে ধাক্কা মারে তাঁকে। স্থানীয়রা বাসটিকে আটকে দেন। চাকার তলা থেকে বের করা হয় প্রৌঢ়ার দেহ। ঘটনাস্থলে পৌঁছায় দুর্গাপুর থানার পুলিশ। পুলিশ দেহ উদ্ধার করে দুর্গাপুর মহকুমা হাসপাতালে পাঠায়। পুলিশ পলাতক চালক এবং খালাসির খোঁজ করছে। স্থানীয় বাসিন্দা কিশোর কুমার মাহাতো বলেন, “আমরা দুর্ঘটনার খবর পেয়ে জাতীয় সড়কে আসি। দেখি আমার বন্ধুর মায়ের মৃত্যু হয়েছে বাসের ধাক্কায়। মর্মান্তিক ঘটনা।” (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)।