দুর্গাপুর: আসানসোল দুর্গাপুর উন্নয়ন পর্ষদের উদ্যোগে চার লেনের রাস্তা হবে দুর্গাপুরের গান্ধী মোড় থেকে এমএএমসি শিব মন্দির পর্যন্ত। শুক্রবার দুপুরে সিটি সেন্টারে সেই কাজের সূচনা করলেন রাজ্যের মন্ত্রী প্রদীপ মজুমদার, আসানসোল দুর্গাপুর উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান কবি দত্ত, বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী। উপস্থিত ছিলেন মহকুমাশাসক সৌরভ চট্টোপাধ্যায়, নগর নিগমের কমিশনার আবুল কালাম আজাদ ইসলাম, এডিডিএর সিইও রাজু মিশ্রা ও দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার চেয়ারম্যান সুভাষ মন্ডল প্রমুখ। পাশাপাশি. কাঁকসার বামুনাড়া শিল্পতালুকের দুইপাশে নিকাশি নালা এবং রাস্তা সংস্কার কাজেরও সূচনা হয় এদিন। দুটি রাস্তার জন্য মোট প্রায় ৯০ কোটি টাকা ব্যয় হবে বলে জানা গিয়েছে।
(The Mission Hospital. দেশের সেরা চতুর্থ হাসপাতাল এখন দুর্গাপুরে। যোগাযোগ- 8687500500)
মন্ত্রী প্রদীপ মজুমদার বলেন, “দুর্গাপুরের উন্নয়নের লক্ষ্যে নানান পদক্ষেপ নিচ্ছেন আসানসোল দুর্গাপুর উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান। সিটি সেন্টার থেকে নতুন রাস্তার কাজ শেষ হলে খুব উপকৃত হবেন বহু মানুষ। কমবে দুর্ঘটনা।” আসানসোল দুর্গাপুর উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান কবি দত্ত বলেন, “চার লেনের এই রাস্তাটি তৈরি হলে সিটি সেন্টার থেকে জাতীয় সড়কে না উঠেই এই রাস্তা ধরে চলে যাওয়া যাবে এমএএমসি শিবমন্দির পর্যন্ত। রাস্তার দুই পাশে পথবাতি সঙ্গে ফুলের বাগান করা হবে। ৬মাসের মধ্যে কাজ শেষ হয়ে যাবে বলে আমরা আশাবাদী।” (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)।