দুর্গাপুর: দুর্গাপুরের প্রয়াত প্রাক্তন কাউন্সিলরের বাড়িতে দুঃসাহসিক চুরি। শহরের চার নম্বর ওয়ার্ডের প্রয়াত প্রাক্তন কাউন্সিলর পবিত্র মুখোপাধ্যায়ের আইনস্টাইন অ্যাভিনিউয়ের বাড়িতে চুরির ঘটনা ঘটেছে। শনিবার সকাল ১০টায় গৃহকর্ত্রী হৈমী মুখোপাধ্যায় বাড়ি ফিরে আসেন। তিনি দেখেন, বাড়ির পিছন দিকের লোহার দরজা ভাঙা।
(BCREC & Group of institutions । পূর্ব ভারতের সেরা শিক্ষা প্রতিষ্ঠান। 933927844, 9832131164, 9932245570, 9434250472)
ঘরের ভিতরে ঢুকে দেখেন, আলমারি ভেঙে সোনা, রুপোর গয়না নিয়ে পালিয়েছে দুষ্কৃতীরা। ঘরের মধ্যে ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে জামাকাপড় সহ অন্যান্য সামগ্রী। এই ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে এলাকায়। স্থানীয়রা জানিয়েছেন, বহু বছর ধরে তাঁরা বসবাস করছেন। দুই একবার খুচরো চুরির ঘটনা ঘটেছে। কিন্তু এভাবে তালা ভেঙে লুট করার ঘটনা এর আগে ঘটেনি।(বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)।