দুর্গাপুর: কারখানার ভেতরে শ্রমিক আবাসন থেকে থেকে উদ্ধার হল দুই শ্রমিকের দেহ। দরজা ভেঙে তাদের বের করা হয়। দুর্গাপুরের কাঁকসার বামুনাড়া শিল্পতালুকের একটি বেসরকারি কারখানার ঘটনা। ভিন রাজ্যের এই দুই শ্রমিকের দেহ উদ্ধার ঘিরে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। কাঁকসা থানার পুলিশ দেহ ময়নাতদন্তের জন্য দুর্গাপুর মহকুমা হাসপাতালে পাঠিয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
পুলিশ জানিয়েছে, মৃত দুই শ্রমিকের নাম ত্রিভুবন ঠাকুর ও জ্ঞানী ভার্মা। তারা উত্তরপ্রদেশের বালিয়ার বাসিন্দা। দীর্ঘদিন ধরে কারখানার ভেতরের আবাসনে শ্রমিকরা থাকে। রবিবার সকালে এই দুই শ্রমিকের গ্রামের এক আত্মীয় ডাকাডাকি করার পরও দরজা না খোলায় সে বাকিদের খবর দেয়। এরপর দরজা ভেঙে দেখা যায়, ঘরের ভেতরে বিছানায় পড়ে রয়েছে দুই শ্রমিকের দেহ।
(Dvita Eye Care। কলকাতার বাইরে সেরা চোখের হাসপাতাল। যোগাযোগ- 0343-6661111)
কাঁকসা থানার পুলিশকে খবর দেওয়া হয়। পুলিশ এসে দেহ ময়নাতদন্তের জন্য দুর্গাপুর মহকুমা হাসপাতালে পাঠায়। পুলিশের প্রাথমিক অনুমান, আবাসনের ভেতর কয়লার উনুন জ্বালানো হতো। সেখানেই ওই দুই শ্রমিক থাকতো। সম্ভবত উনুনের গ্যাসে দম বন্ধ হয়ে তাদের মৃত্যু হয়েছে। ময়নাতদন্তের পরে আসল কারণ জানা যাবে। আইএনটিটিইউসি নেতা বাবলু চট্টোপাধ্যায় বলেন, “কী কারণে মৃত্যু, বুঝে উঠতে পারছি না। সঠিক তদন্ত হোক।” ( বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন )।