
দুর্গাপুর দর্পণ, দুর্গাপুর: পশ্চিম বর্ধমানের (Paschim Bardhaman) দুর্গাপুরের সিটি সেন্টারে চতুরঙ্গ ময়দানে প্রতি বছরের মতো এবারও বসন্ত উৎসবের আয়োজন করেছিল সাংস্কৃতিক সংস্থা গীতাঞ্জলি। ১৪ মার্চ সকাল থেকে আয়োজিত অনুষ্ঠানে শতাধিক শিল্পীর প্রাণবন্ত অংশগ্রহণে চতুরঙ্গ ময়দান মুখরিত হয়ে ওঠে। নৃত্য, সঙ্গীত, কবিতা ও ভাষ্যপাঠে অংশ নেন স্থানীয় শিল্পীরা এবং সাংস্কৃতিক সংস্থাগুলি।
(BCREC & Group of institutions । পূর্ব ভারতের সেরা শিক্ষা প্রতিষ্ঠান। 933927844, 9832131164, 9932245570, 9434250472)
এবার গীতাঞ্জলির বসন্ত উৎসব দ্বাদশ বর্ষে পদার্পণ করল। মূল ভাবনা ও পরিকল্পনা সংস্থার কর্ণধার অনিন্দিতা মুখোপাধ্যায়ের। সঙ্গীত নির্দেশনা ও সামগ্রিক পরিচালনায় ছিলেন শিল্পী বুদ্ধদেব সেনগুপ্ত। বহু বিশিষ্ট জন এই অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন। (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)।
