বাল্য বিবাহ রোধে কর্মশালা জেমুয়া ভাদুবালা বিদ্যাপীঠে
দুর্গাপুর দর্পণ, দুর্গাপুর: পশ্চিম বর্ধমান (Paschim Bardhaman) জেলার দুর্গাপুরের জেমুয়া ভাদুবালা বিদ্যাপীঠে বৃহস্পতিবার শিক্ষকের ভূমিকায় ছিলেন কমিশনারেটের এসিপি (দুর্গাপুর) সুবীর রায়, সিআই (এ) রণবীর বাগ, নিউ টাউনশিপ থানার ওসি নাসরিন সুলতানা প্রমুখ! স্কুলের প্রধানশিক্ষক জইনুল হক জানান, বাল্যবিবাহ রোধ ও সামাজিক সচেতনতার উপর কর্মশালার আয়োজন করা হয়। মেয়েদের নিয়ে কর্মশালায় হাজির ছিলেন মায়েরাও।
(BCREC & Group of institutions । পূর্ব ভারতের সেরা শিক্ষা প্রতিষ্ঠান। 933927844, 9832131164, 9932245570, 9434250472)
অতীতে এই এলাকায় দু’বার বাল্য বিবাহের ঘটনা স্কুলের কন্যাশ্রী ক্লাবের তৎপরতায় প্রশাসনের সাহায্যে বন্ধ করা গিয়েছে। সেই ঘটনার পুনরাবৃত্তি যাতে না হয় সেজন্য এই কর্মশালায় বাল্য বিবাহের নানা ক্ষতিকর দিক তুলে ধরা হয়। ছাত্রীদের মায়েরাও অনেক প্রশ্নের উত্তর জেনে নেন। প্রধানশিক্ষক আবেদন করেন, কমপক্ষে ২৫ বছর মেয়েদের দিতে হবে কিছু করে দেখানোর জন্য। এরকম সুযোগ পেলে তারা নিশ্চয়ই প্রতিষ্ঠিত হবে। মায়েরা জানান, মেয়েরা প্রতিষ্ঠিত না হওয়া পর্যন্ত বিয়ে দেবেন না। সাইবার সচেতনতা নিয়েও নানা পরামর্শ দেন পুলিশ আধিকারিকেরা। (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)




