দুর্গাপুর সিমেন্ট কারখানার বিরুদ্ধে দূষণের শুনানি হল কলকাতায়

দুর্গাপুর দর্পণ, দুর্গাপুর: পশ্চিম বর্ধমান (Paschim Bardhaman) জেলার দুর্গাপুরের কাদা রোড সংলগ্ন দুর্গাপুর সিমেন্ট ওয়ার্কস এর বিরুদ্ধে দূষণ ছড়ানোর অভিযোগ তুলে আন্দোলন করছে ভূমি রক্ষা কমিটি। মঙ্গলবার পশ্চিমবঙ্গ দুষণ নিয়ন্ত্রণ পর্ষদে শুনানির আয়োজন করা হয়। দূষণ রোধে করণীয় যা তা করার নির্দেশ দেওয়া হয়েছে। ব্যাঙ্ক গ্যারান্টি জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়। তবে দূষণের জেরে এলাকার মানুষ বিভিন্ন ফুসফুস বা শ্বাসকষ্ট জনিত রোগে ভুগছেন বলে যে অভিযোগ তোলা হয়েছে, সে বিষয়ে কোনও নির্দেশ পর্ষদ দেয়নি বলে জানা গিয়েছে।
(BCREC & Group of institutions । পূর্ব ভারতের সেরা শিক্ষা প্রতিষ্ঠান। 933927844, 9832131164, 9932245570, 9434250472)
(বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন )
Highlight

News
দুর্গাপুর সিমেন্ট কারখানার বিরুদ্ধে দূষণের শুনানি হল কলকাতায়
:দূষণ রোধে করণীয় যা তা করার নির্দেশ দেওয়া হয়েছে। ব্যাঙ্ক গ্যারান্টি জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়।
Published By
Arpita Majumder
Durgapur Darpan
