দুর্গাপুর দর্পণ, দুর্গাপুর, ২১ জুন ২০২৩: পশ্চিম বর্ধমানের দুর্গাপুরের ডঃ বিসি রায় ইঞ্জিনিয়ারিং কলেজের (BCREC) এনএসএস বিভাগ (NSS Cell) বুধবার যথাযোগ্য মর্যাদা সহকারে নবম আন্তর্জাতিক যোগ দিবস (9th International Yoga Day) পালন করল। সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের সেমিনার হলে অনুষ্ঠানের আয়োজন করা হয়। এবারের যোগ দিবসের থিম ছিল, ‘বসুধৈব কুটুম্বকম্’।
অনুষ্ঠানের সূচনা করেন কলেজের অধ্যক্ষ ডঃ সঞ্জয় এস পাওয়ার। উপস্থিত ছিলেন সহকারী অধ্যক্ষ ডঃ কেএম হোসেন, কলেজের রেজিস্ট্রার ডঃ অরিন্দম মন্ডল, অধ্যাপক সর্বজিৎ লাহিড়ী এবং অন্যান্য ফ্যাকাল্টিরা। ডঃ পাওয়ার তাঁর বক্তব্যে বলেন, ‘‘শরীর ও মনের জন্য যোগব্যায়াম কার্যত অমৃতস্বরূপ। যে কোনও কাজে প্রয়োজনীয় শক্তি জুগিয়ে পুনরুজ্জীবিত করে তোলে আমাদের।’’ উদ্বোধনের পর BCREC এর প্রশিক্ষক তরুণ মুখার্জির নেতৃত্বে বহু পড়ুয়া এবং ফ্যাকাল্টি যোগ অনুশীলন করেন।