মদ্যপ অবস্থায় একটি সাপ হাতে তুলে নেন তিনি। এরপর তাকে ছোবল মারার চ্যালেঞ্জ ছুড়ে দেন।
——————————————-
দুর্গাপুর দর্পণ ডেস্ক, ৭ নভেম্বর ২০২৩: সাপকেই চ্যালেঞ্জ করে বসলেন এক মদ্যপ যুবক! শনিবার রাতে উত্তরপ্রদেশের (Uttar Pradesh) দেওরিয়া জেলার আহিরৌলি গ্রামে ঘটনাটি ঘটে। তারপর যা হওয়ার তাই হয়েছে। বিষধরের ছোবলে বেঘোরে প্রাণ হারাতে হয়েছে রোহিত জসওয়াল নামের ২২ বছরের ওই যুবককে।
জানা গিয়েছে, মদ্যপ অবস্থায় একটি সাপ হাতে তুলে নেন তিনি। এরপর তাকে ছোবল মারার চ্যালেঞ্জ ছুড়ে দেন। স্থানীয়রা জানিয়েছেন, সেই সময় তিনি বলতে থাকেন, তিনি মহাকালের পিতা। তাই সাপের ছোবলে তাঁর কিছু হবে না। তিনি সাপটিকে তুলে ঘাড়ে, গলায় জড়িয়ে নানা অঙ্গভঙ্গী করতে থাকেন।
এরপর তিনি সিগারেটে সুখটান দিয়ে সাপের সামনে নিজের জিভটি বাড়িয়ে দেন। সেই সময় সাপ ছোবল মারে তাঁকে। ধীরে ধীরে মৃত্যুর কোলে ঢলে পড়েন রোহিত। পুলিশ এসে তাঁর দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠায়। এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে এলাকা জুড়ে। (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)।