দুর্গাপুর দর্পণ, দুর্গাপুর, ৮ জানুয়ারি ২০২৪: কেন্দ্রের নয়া পরিবহণ আইনের বিরুদ্ধে এবার জ্বালানি গ্যাস পরিবহণ বন্ধ রেখে প্রতিবাদে গ্যাস ট্যাঙ্কার ও ট্রাক চালকরা। সোমবার পশ্চিম বর্ধমান (Paschim Bardhaman) জেলার দুর্গাপুরের লেনিন সরণীতে রাষ্ট্রায়ত্ত ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন লিমিটেডের বটলিং প্ল্যান্টে কর্মবিরতি পালন করেন তাঁরা।
এখান থেকে ট্যাঙ্কারের মাধ্যমে এলপিজি গ্যাস বিভিন্ন জেলায় সরবরাহ করা হয়। ট্যাঙ্কার চালক নবীনেশ কুমার যাদব অভিযোগ করেন, কেন্দ্রীয় নয়া পরিবহন আইন ও রাস্তায় চালকদের হেনস্থার অভিযোগে তুলে সোমবার সকাল থেকে প্রায় ৩০০ এলপিজি ট্যাঙ্কার ও গ্যাস সিলিন্ডার পরিবহনের ট্রাক বন্ধ করে তাঁরা প্রতিবাদে সামিল হন।
কেন্দ্রীয় সরকার যতক্ষণ ‘হিট অ্যন্ড রান’ আইন প্রত্যাহার না করছে এবং চালকদের নিরাপত্তা নিশ্চিত করছে ততক্ষণ পর্যন্ত আন্দোলন চলবে বলে জানান তিনি। চালকদের এই আন্দোলন দীর্ঘস্থায়ী হলে জ্বালানি গ্যাসের সংকট দেখা দেওয়ার সম্ভাবনা রয়েছে। (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)।