দুর্গাপুর দর্পণ, ১০ জুন ২০২৪: একাই ডাকাত দলকে ঘোল খাইয়ে ছাড়লেন এই পুলিশ অফিসার। পশ্চিম বর্ধমান জেলার (Paschim Bardhaman) রানিগঞ্জে রবিবার দুপুরে একটি সোনার দোকানে ভয়াবহ ডাকাতির ঘটনা ঘটে। খবর পেয়ে এক পুলিশ অফিসার সেখানে পৌঁছে ডাকাতদের ঘায়েল করতে গুলি ছুড়তে শুরু করেন। ডাকাতরাও পাল্টা জবাব দেয়। মুড়ি মুড়কির মতো গুলি চলতে থাকে।
সিসি ক্যামেরার ফুটেজে দেখা গিয়েছে, গয়নার দোকানের সামনে থেকে কয়েকজন যুবক গুলি চালাচ্ছে ওই পুলিশ অফিসারকে। অন্যদিকে পুলিশ অফিসার একটি বিদ্যুতের খুঁটির পিছনে নিজেকে আড়াল করে গুলির জবাব দিচ্ছেন। পুলিশ অফিসারের গুলিতে এক ডাকাত ঘায়েল হয়। ওই পুলিশ অফিসার হলেন জামুড়িয়া থানার শ্রীপুর ফাঁড়ির আইসি মেঘনাদ মন্ডল।
( রাজেন্দ্র একাডেমি ফর টিচার্স এডুকেশন। NAAC স্বীকৃত শিক্ষক প্রশিক্ষণের সেরা প্রতিষ্ঠান। যোগাযোগ- 8170031466)
জানা যায়, সেখানে আসলে তিনি গিয়েছিলেন ব্যক্তিগত কাজে। কিন্তু সোনার দোকানে দুষ্কৃতী হামলার খবর পেয়ে আর এক সেকেন্ডও দেরি করেননি। নিজের সার্ভিস রিভলভার ব্যবহার করে ডাকাতদের ঘোল খাইয়ে ছাড়েন তিনি। কমিশনারেটের আধিকারিকেরা তাঁর এই প্রচেষ্টার প্রশংসা করেছেন। (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)।