দুর্গাপুর: নগর নিগমের জলাশয় থেকে ভেসে উঠল মৃত মাছ। সোমবার এই ঘটনায় ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে দুর্গাপুর নগর নিগমের ১৮নং ওয়ার্ডের জলখাবার গলি এলাকায়। জলাশয়ে বিষ মিশিয়ে মাছ মারার চাঞ্চল্যকর অভিযোগ উঠেছে ব্লক তৃণমূলের সহ-সভাপতির বিরুদ্ধে। অভিযোগ অস্বীকার করেছেন তৃণমূল নেতা।
জলখাবার গলিতে রয়েছে দুর্গাপুর নগর নিগমের জলাশয়। সেই জলাশয় লিজ নিয়ে মাছ চাষ করেছিলেন দুর্গাপুর ২ নম্বর ব্লক তৃণমূল সহ-সভাপতি বিপ্লব বিশ্বাস। লিজের মেয়াদ সদ্য শেষ হয়েছে। অধিকাংশ মাছ ধরে বিক্রিও করে দিয়েছেন তিনি। এর পরেও রয়ে গিয়েছে তেলাপিয়া, রুই, কাতলা সহ কিছু মাছ। এবার এক বছরের জন্য এই জলাশয়ের লিজ পেয়েছেন দুর্গাপুরের ব্যবসায়ী ভোলা ভগত।
সোমবার সাত সকালে সেই জলাশয়ের মাছ ভেসে উঠতে দেখেন এলাকাবাসী। খবর জানাজানি হতেই হৈ-চৈ পড়ে যায় এলাকায়। খবর দেওয়া হয় দুর্গাপুর নগর নিগমে। স্থানীয়দের অভিযোগ, জলাশয়ের লিজ শেষ হয়ে যাওয়ায় ইচ্ছাকৃতভাবে বিষ মিশিয়ে দিয়েছেন বিপ্লব বিশ্বাস। ফলে পুকুরের জল ব্যবহার করতে পারছেন না তাঁরা। মাছ মরে পচে গিয়ে দুর্গন্ধে টেকা যাচ্ছে না। স্থানীয় বাসিন্দা রিনা অধিকারী অভিযোগ করে বলেন, “এই জলাশয়ে বিষ মিশিয়েছেন বিপ্লব বিশ্বাস। তিনি এতদিন এই পুকুরের দায়িত্বে ছিলেন। আমরা আতঙ্কে রয়েছি। মাছের সঙ্গে কিছু সাপেরও মৃত্যু হয়েছে। আমরা চাইছি, দ্রুত জলাশয়টি পরিষ্কার করা হোক। যে বিষ মিশিয়েছে তার বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হোক।”
(Dvita Eye Care। কলকাতার বাইরে সেরা চোখের হাসপাতাল। যোগাযোগ- 0343-6661111)
সদ্য লিজ পাওয়া দুর্গাপুরের ব্যবসায়ী ভোলা ভকত দাবি করেন, “কে বিষ মিশিয়েছে সেটা আমি সঠিক বলতে পারব না। একদিকে মাছ যেমন মরেছে তেমনি সাপ, ব্যাঙেরও মৃত্যু হয়েছে। তবে যে এই ধরনের ঘটনা ঘটিয়ে থাকুক না কেন তার বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হোক।” যদিও অভিযোগ ভিত্তিহীন বলে দাবি করে বিপ্লববাবু বলেন, “এসব মিথ্যা অভিযোগ। কোনও বিষ মেশানোর ঘটনা হয়নি। এলাকার দোকান থেকে নোংরা জল পড়ে পুকুরে। ওই এলাকায় এমন ঘটনা আগেও ঘটেছে। সেই কারণে এই ঘটনা ঘটতে পারে। পুকুরে বিষ মেশানো হয়েছে কিনা যারা অভিযোগ করছে তারা প্রমাণ করুক।”
দুর্গাপুর নগর নিগমের এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার দেবব্রত ভট্টাচার্য বলেন, “অভিযোগ পেয়ে আমরা জলাশয় ঘুরে দেখেছি। কী কারনে মাছের মৃত্যু হয়েছে, তদন্ত শুরু হয়েছে।” দুর্গাপুর পশ্চিমের বিজেপি বিধায়ক লক্ষ্মণ ঘোড়ুই বলেন, “এটাই বাংলার আসল ছবি। কাটমানি না পেলে তৃণমূল নেতারা এই রকম ভাবেই সবকিছু নষ্ট করে ফেলে। এইভাবে জলাশয়ে বিষ মিশিয়ে মাছ মারা ঠিক হয়নি।(বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)।